ডোমারের চিলাহাটীতে দেশী মদসহ পিতা-পুত্র আটক ভ্রাম্যমান আদালতে জরিমানা

আনিছুর রহমান মানিক-ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ-
ডোমারে দেশীমদ বিক্রির সময় পিতা,পুত্রসহ ৩ জনকে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সাবিহা সুলতানা তাদের  প্রত্যেককে ৫হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের জেল প্রদান করেছে । দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রগতিপাড়া গ্রামের আব্দুল জব্বার (৫২) ও তার ছেলে মোজাহারুর ইসলাম২ে৪) এবং একই ইউনিয়নের গোডাউনপাড়া এলাকার মোজাম্মেল হক(৬৫)।
পুলিশ জানায়, উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটী বাজার রেলঘুন্টি সংলগ্ন সিদ্ধ ডিমের  ব্যবসার আড়ালে চোলাই মদের ব্যাবসা করে আসছিল আব্দুল জব্বার ও তার ছেলে মোজাহারুল ইসলাম। সোমবার রাতে স্থানীয় ব্যক্তি মোজাম্মেল হকের কাছে চোলাই মদ বিক্রয়ের সময় চিলাহাটী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই খুরশীদ আলম তাদের আটক করে। এ সময় দোকান থেকে দেড় লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
পরদিন দুপুরে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল প্রদান করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 2213722402440539064

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item