ডোমারে মলা মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী ডোমারে মলা মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ফেব্র“য়ারি বুধবার সকাল ১১টায় উপজেলার হরিণচড়া ইউনিয়নে বটতলী বাজারে বাণিজ্য মন্ত্রনালয়ের অধিনে, ক্যাটালিস্ট এর অর্থায়নে কনসিলিয়েরি প্রাঃ লিঃ এর সার্বিক সহযোগিতায় মা আবেদা মৎস্য হ্যাচারী এঅনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান প্রশিক্ষক হিসাবে পাঠদান করেন মা আবেদা মৎস্য হ্যাচারীর স্বত্তাধীকারী তরিকুল ইসলাম শিমুল। কনসিলিয়েরি প্রাঃ লিঃ এর ফিল্ড কো-অডিনেটর আল মামুন, মার্কেট এ ফুটেনশন কর্মকর্তা কোয়ালিটি ফিডস লিঃ এর মুশফিকুর রহমান, মা আবেদা মৎস্য হ্যাচারীর ব্যবস্থাপক আনারুল ইসলাম আনু প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। উক্ত প্রশিক্ষণে এলাকার ৩৩জন মৎস্য চাষী অংশ নেয়। এসময় সফল ১০জন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। দেশীয় প্রজাতির মলা মাছ এর টেকসই চাষ পদ্ধতি জনপ্রিয় করণ প্রকল্পের অধীনে মৎস্য চাষীদের উদ্বুদ্ভ করাই প্রশিক্ষণের মুল উদ্দেশ্য বলে কর্তৃপক্ষ জানান। আমিষের চাহিদা পূরণ ও নিজেকে স্ববলম্বি করে গড়ে তুলতে বক্তারা চাষীদের পরামর্শ দেন। 

পুরোনো সংবাদ

নীলফামারী 8039627474080464496

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item