ডোমারে আবাসিক প্রকৌশলীর মিস্ত্রি ঘুষ দাবী করায় এলাকাবাসীর হাতে আটক, গণধোলাইয়ের শিকার।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে আবাসিক প্রকৌশলীর মিস্ত্রি গ্রাহকের কাছে ঘুষ দাবী করায় ৩জনকে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। সরেজমিনে যানাযায়, ১৭ফেব্রুয়ারী বুধবার বিকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া গ্রামের মৃত ফরিমুদ্দিনের ছেলে মোহাম্মদ আলী বাড়ীর মিটার দিয়ে সেচপাম্প ব্যাবহার করার সময় ডোমার আবাসিক প্রকৌশলীর ২মিস্ত্রি সৌমেন্দ্র নাথ, মনিরুল ইসলাম তাদের বাড়ীতে গিয়ে সংযোগটি বিছিন্ন করে জোর পূর্বক পাম্পটি খুলে আনে। গ্রাহক অনুরোধ করলে মিস্ত্রিরা চা খরচ বাবদ ৫হাজার টাকা ঘুষ দাবী করে। গ্রাহক তা দিতে অস্বীকার করলে পাম্পটি নিয়ে আসার পথে মোহাম্মদ আলীর ভাই লিয়াকত মিস্ত্রিদের ২হাজার টাকা দেয়। এতে তারা রাজী না হয়ে মামলার হুমকি প্রদান করে। এলাকাবাসী তাদের আটক করে গণধোলাই দেয়। এলাকার রশিদ, সুলতান, হাবুল গিয়ে গণধোলাইয়ের কবল থেকে তাদের রক্ষা করে। পরে সকলের অনুরোধে তাদের ছেড়ে দেয় এবং পাম্পটি নিয়ে আসে তারা, আগামী কাল ৫হাজার টাকা নিয়ে অফিসে আসতে বলে নইলে পাম্পটি দিবেনা বলে সাফ জানিয়ে দেয় সৌমেন্দ্র ও মনিরুল। এবিষয়ে আবাসিক প্রকৌশলী আব্দুল মতিন সাংবাদিককে জানান, আমি তাদের পাঠাইনি এবিষয়ে আমি কিছু জানিনা তবে তদন্ত করে মিস্ত্রিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।       

পুরোনো সংবাদ

নীলফামারী 6111869823898696135

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item