ডোমার নিমোজখানায় ৪দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ-

ডোমার নিমোজখানায় দেশ মাতৃকার শুভ কল্যাণ ও বিশ্ব শান্তি কল্পে কলিযুগের জীবের মুক্তি কামনায় ১৬ তম ৩২ প্রহর(৪) দিন ব্যাপী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়নের নিমোজখানা সার্বজনীন হরি মন্দিরে ১৫ ফেব্রুয়ারী সোমবার ভোররাত্রী থেকে শ্রীমদ্ভগবত গীতা পাঠ অন্তে, মঙ্গলঘট স্থাপন, শুভ অধিবাস, তুলসি আরতি ও নগর পরিক্রমার মধ্যদিয়ে যজ্ঞানুষ্ঠানের শুভ সুচনা করেন। বুধবার রাতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি হাবিবুল হক দুলাল, বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনছুর আলী, সাধারণ সম্পাদক মনজুর আহমেদ ডন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির সংগঠক(মডেল ওয়ার্ড) আব্দুল মাজেদ সরকার। এসময় পরিচালনা কমিটির সভাপতি বাবু নন্দ কিশোর রায়, সাবেক ইউপি সদস্য হরিপদ রায়, সমাজ সেবক দিনেশ চন্দ্র রায়, জগদিশ রায়, কোলিংঙ্গ রায়, প্রমোদ রায়, ইউপি সদস্য জয়ন্ত কুমার সিংহ,ডাঃ কৃষ্ণ দয়াল রায়, দিপালী রাণী রায়, মাষ্টার বিনয় কৃষ্ণ রায়, বাবু মতিরাম, অমুল্য কুমার অধিকারী, মনিভুষন রায় প্রমূখ উপস্থিত ছিলেন। এতে দেশের বিভিন্ন এলাকার ৬টি দল মহানাম পরিবেশন করেন। উক্ত নামসুধা দেখতে  পার্শবতী উপজেলা দেবীগঞ্জ, ডিমলা, জলঢাকা থেকে আসা হাজারো ভক্তের ঢল নামে, যেনো মন্দির প্রাঙ্গন হিন্দু সম্প্রদায়ের  মিলন মেলায় পরিনত  হয়েছে। এর মধ্যে নারী ভক্তদের উস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাধারণ সম্পাদক প্রান কিশোর রায় জানান, দির্ঘ ১৬বছর যাবত এই মন্দিরে যজ্ঞানুষ্ঠান, কির্ত্তন, হিন্দু ধর্ম সভা সহ দূর্গো উৎসব পরিচালনা করে আসছি, শুধুমাত্র আর্ধিক অসশ্চলতা ও পৃষ্টপোষকতার অভাবে এধরণের অনুষ্ঠান করতে আমাদের ভিষনভাবে হিমসিম খেতে হচ্ছে। এলাকার জনপ্রতিনিধি বা সরকারী ভাবে, কোনো প্রকার সাহায্য সহযোগিতা পেলে আগামীতে এর চেয়ে আরো বড় ধরণের অনুষ্ঠান করা সম্ভব। সমাপনি দিনে মাননীয় সংসদ সদস্য পরিদর্শনে আসার কথা রয়েছে বলে তিনি জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 8990899482021511199

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item