ডোমার কলেজ পাড়ায় দূর্ধষ ডাকাতি, এলাকায় আতংক ।

আনিছুর রহমান মানিক,  ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ-

নীলফামারীর ডোমার কলেজপাড়ায় দূর্ধষ ডাকাতি, এলাকায় আতংক। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার কলেজপাড়া ১নং ওয়ার্ডে। সরেজমিনে জানাযায়, ৪ ফের্রুয়ারী বৃহস্পতিবার ভোররাত্রী ৪.৩০মিনিটে  মানকিটুপি পড়া ৪জন যুবক আলহাজ্ব কোহিনুর ইসলামের বাড়ীতে ঢুকে দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে জিম্মিকরে প্রথমে মোবাইল ফোন ও চাবি ছিনিয়ে নেয়। লোহার সিন্দুক, ষ্টিল আলমীরা থেকে ১৭ হাজার টাকা ও ২০ভরি স্বর্ণা অলংকার লুটকরে এবং ঘড়ের কাপড়, কাগজপত্র, আসবাবপত্র ছিন্নভিন্ন করে পালিয়ে যায়। তবে তার ছোট ভাই প্রভাষক আলহাজ্ব করিমুল ইসলাম সহ তার পরিবার বাহিরে থাকার করণে ক্ষয়ক্ষতির পরিমান পুরোপরী যানাযায়নি। সেই সুযোগকে কাজে লাগিয়ে ডাকাতি সংঘটিত হয়। বাড়ীতে শুধু আলহাজ্ব কোহিনুর ইসলাম সহ তার অসুস্থ পিতা ছিলেন। ডাকাত দল চলে যাওয়ার পরে তার চিৎকারে এলাকাবাসী এসে থানায় জানালে, তাৎক্ষনিক ভাবে অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন পরিদর্শন করেন। সহকারী পুলিশ সুপার সদর সার্কেল ফিরোজ করির বেলা ১২টায় ঘটনা স্থলে যান। এবিষয়ে থানায় সাধানণ ডায়রী করার প্রস্তুতি চলছে। কিছুদিন আগে মিলাদুল হকের বাড়ীতে বাইসাইকেল ও টাকা চুরি হয়। এছাড়াও আশে পাশে এধরনের ছোটখাট ঘটনা ঘটেই চলেছে। ডোমার বাজারের মায়া মার্কেটে সহ বেশ কিছু হোটেলে ক্রিকেট বাজী, বিভিন্ন জায়গায় মাদক ও জুয়ার আসর বসে, সে কারনে চুরি ডাকাতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে এলাকাবাসী ধারণা করেন। এসকল আসর বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 109714795326201169

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item