ডোমারে সুরেন্দ্রনাথ মেমোরিয়াল গণ গ্রন্থাগার ও সরগম সংগীত নিকেতনের ২১ উদযাপন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ

২১শে ফেব্রুয়ারী রবিবার উপজেলার বোড়াগাড়ী  সুরেন্দ্রনাথ মেমোরিয়াল গণ গ্রন্থাগার ও সরগম সংগীত নিকেতনের যৌথ উদ্দ্যোগে, বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। সকাল ৮টায় মটুকপুর স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নিজ নিজ ব্যানারে পুস্প্য মাল্য অর্পন করেন। পুষ্পমাল্য অর্পন শেষে কবিতা আবৃতি, চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমত আরার সভাপতিত্বে সহকারী শিক্ষক আলতাফ হোসেন, আখতারুজ্জামান লিটন, সুশান্ত রায়, রনজিৎ কর্মকার, ফিরোজ কবির, ডাঃ বাসুদেব রায় প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পরে সরগম সংগীত নিকেতনের শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বাংলাদেশ টেলিভিন ও বেতারের রনজিৎ কর্মকার, রংপুর বেতারের রনিরায় ও প্রবির ছাড়াও স্থানীয় শিল্পীদের মধ্যে টুরু, ফুমেশ, ময়নুল, ঝুমকলাল, জয়ন্তী, শান্ত, ইতি, সজিব, অঙ্গন, গজেন, ফুমেশ এতে সংগীত পরিবেশন করেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।

পুরোনো সংবাদ

নীলফামারী 886274363151064530

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item