ডোমারে রেলের পাথর সহ ভ্যান চালক আটক

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে রেলের চোরাই পাথর সহ এক ভ্যান চালককে আটক করেছে ডোমার থানা পুলিশ। বুধবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে ডোমার পৌর এলাকার বানোয়ারীর মোড় এলএসডির সামনে থেকে নয় বস্তা রেললাইনের ভাঙ্গা পাথর সহ ভ্যান চালক রুবেল (২২) কে আটক করে এসআই আশরাফুল। ষ্টেশন পাড়ার মৃত নাজিমুদ্দিনের পুত্র সুখী, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ীর ড্রাইভার সুমনের বাড়ীতে পাথরের বস্তা গুলো পৌছে দেওয়ার জন্য তার  ভ্যান ভাড়া করে, বলে আটক রুবেল জানিয়েছেন। এলাকাবাসী  আব্দুল জলিল, এবাদুল ও আবু কালাম জানান, সুখী দীর্ঘ দিন থেকে রেলের যন্ত্রাংশ ও পাথর চুরির সহ নানা অপকর্মে  লিপ্ত রয়েছে। এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডোমার থানা জিডি নং-১১৯ তারিখ ০৩/০২/১৬ দায়েরের মাধ্যমে আটক রুবেলকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সুমন ড্রাইভার সুখির মাধ্যমে রেলের পাথদ্বারা তার বাড়ীর ছাদ ঢালাই করেছে বলে একাধিক ব্যক্তি যানান। বর্তমানে দূর্নীতির কারণে ড্রাইভার সুমন সাময়ীক বরখাস্ত রয়েছে বলে অফিস  সুত্রে যানাযায়।।

পুরোনো সংবাদ

নীলফামারী 5973938134004333929

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item