ডোমার গোমনাতীতে শক্রুতার জেরে ঘড়ের পার্শে¦ ব্রয়লারের বিষ্ঠা রেখে পরিবেশ দূষন।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-

ডোমার গোমনাতীতে শক্রুতার জেরে ঘড়ের পার্শ্বে ব্রয়লার মুরগীর বিষ্ঠা রেখে পরিবেশ দূষন করার অভিযোগ উঠেছে। পচাঁ দূর্গন্ধে  এলাকার মানুষ  অসুস্থ্য হয়ে পড়লেও দেখার যেনো কেউ নেই। এতে একদিকে যেমন পরিবেশ দূষন হচ্ছে অপরদিকে বিঘিœত হচ্ছে স্বাভাবিক পরিবেশ। এনিয়ে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সরেজমিনে জানাযায়, উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর আমবাড়ী মাঝাপাড়া গ্রামের মৃত ধয়জদ্দিনের ছেলে মোশারফ হোসেন ও আব্দুল লতিফের সাথে জমিজমা নিয়ে দির্ঘদিন যাবত বিবাদ চলে আসছে। এরই ধারবাহিকতায় গত ১০দিন পূেের্ব আব্দুল লতিফ শক্রুতার জেরে ৩০বস্তা ব্রয়লার মুরগীর বর্জ্য, পায়খানা (বিষ্ঠা) মোশারফ ও হুসেন আলীর বাড়ীর পার্শ্বে রেখে দেয়। তার ছড়ানো দূর্গন্ধে বাড়ীতে বসবাস করাই দায় হয়ে পড়েছে। মোরারফ তার স্ত্রী বেবী ২কন্যা সুমি সুরভী প্রতিবেশী হুসেন আলীর পরিবারের লোক জন ছাড়াও ছোট শিশুরা অসুস্থ্য হয়ে পড়ছে। এবিষয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্য কে জানিয়েও কোন ফল না পাওয়ায় চরম বিপাকে পরেছে তারা। হুসেন আলী জানান, এর দূর্গন্ধে পরিবেশ দূষন সহ আশে পাশের শিশুদের নানান স্বা¯্য^’্য সমস্যা দেখা দিয়েছে । বঙ্গবন্ধু বিদ্যলয়ের ৯ম শ্রেনীর ছাত্রী সুরভী বলেন, লতিফ ইচ্ছাকৃত ভাবে এমনকাজ করছে বাড়ীতে থাকতে পারছিনা গত ১০দিন ধরে নানার বাড়ী থেকে আমাদের কাশ করতে হচ্ছে। কিছু বলতে গেলে ঝগড়া বিবাদ লাগিয়ে আমাদের মামলা মোকদ্দমার ভয়ভীতি দেখায়। ইউপি সদস্য নজরুল বলেন, তাদের পারিবারিক দন্দের কারনে ঘটনাটি ঘটেছে আমি নিজেই গিয়ে দূর্গদ্ধে বাড়ীতে ঢুকতে পারিনি তবে চেয়াম্যানকে বলে ব্যবস্থা নিবো। আব্দুল লতিফ বলেন, আমার জমিতে পানি যাওয়া বন্ধ করেছিল তাই আমি ইচ্ছা কৃত মুগীর পায়খানা তার বাড়ীর পাশ্বে রেখেছি। উপজেলা স্যানেটারী ইন্সেসপেক্টর দুলাল জানান, এটি আমার দায়িত্ব নয় যেহেতু মুরগীর লিটার তা প্রানী সম্পদের ব্যপার। এলাকাবাসী বিষ্ঠার বস্তগুলি অন্যত্র স্থান্তরে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 4429882873727973300

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item