ডোমারে মন্দিরের পুরোহিত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী ডোমারে মন্দিরের পুরোহিত যোগেশ্বর হত্যা মামলার খুনিদের ফাঁসির দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ আয়োজিত ২৭ব্র“য়ারী শনিবার সকাল ১১টায় ডোমার বাজার রেল ঘুন্টির মোড়ে ঘন্টাব্যাপী মানব বন্ধনে স্কুল কলেজের ছাত্র/ছাত্রী শিক কর্মচারী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি বাবু গোরাচাদঁ অধিকারীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, পুজা উৎযাপন পরিষদের সভাপতি রামনিওয়াস আগরওয়ালা, সাধারণ সম্পাদক উজ্জল কাঞ্জিলাল, হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বাবু নিখিল চন্দ্র সাহা, সাংগঠনিক প্রান কিশোর রায়,  উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোসাব্বের হোসেন মানু প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনায় তাপস কুমার অধিকারী। বক্তারা যোগেশ্বর রায়ের হত্যাকারীদের অবিলম্বের বিচার ও ফাঁসির দাবী করেন। উল্লেখ্য গত ২১ফেব্র“য়ারী সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ করোতোয়া ব্রীজ সংলগ্ন শ্রীশ্রী সন্তুু গৌড়ীয় মঠের অধ্যক্ষ ও পুরোহিত যোগেশ্বর রায়কে গলাকেটে হত্যা ও তার সহযোগী দেবীগঞ্জ কলেজের কর্মচারী গোপাল দাস কে গুলি করে দূর্বৃত্তরা। এরই প্রতিবাদে মানব বন্ধন করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 3968564963673442412

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item