ডোমার ৪০দিনের কর্মসৃজন কর্মসূচির শ্রমিক অনুপস্থিত দেখানোয় ট্যাগ অফিসারের বিরুদ্ধে বিক্ষোভ।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে কর্মসৃজন কর্মসূচির ৭ শ্রমিককে হাজিরা খাতায় অনুপস্থিত দেখানোয় ট্যাগ অফিসার ও সমাজ সেবা কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে ডোমার থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সজেমিনে জানাগেছে, ডোমার উপজেলার ৮নং ডোমার ইউনিয়নের অধিনে বিভিন্ন ওয়ার্ডে ৪০দিনের কর্মসৃজন কর্মসূচির আওতায় গ্রামীন অবকাঠামো উন্নয়নের কাজে ১১৩জন শ্রমিক নিয়োগ করা হয়। উক্ত কাজের তদারকির দ্বায়িত্বে থাকা(ট্যাগ অফিসার)সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হান্নান সরকার গত ২৬/১২/১৫ইং ও ২৮/১২/১৫ তারিখে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন কালে বেশ কয়েক জন শ্রমিককে কর্মস্থলে না পাওয়ায় তাদের হাজিরা খাতায় অনুপস্থিত দেখিয়ে তাদের মুজুরী না দেয়ার জন্য প্রতিবেদন দেয়। এঘটনাকে কেন্দ্র করে মুজুরী বঞ্চিত শ্রমিকরা গতকাল সোমবার  সমাজ সেবা অফিস ঘেরাও করে  আব্দুল হান্নান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে।  এবিষয়ে ডোমার ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম বলেন, সমাজ সেবা কর্মকর্তা দুদিন পরিদশর্নে গিয়ে কি করে ৭জন শ্রমিককে হাজিরা খাতায় ২০দিন অনুপস্থিত দেখায়। তবে সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, আমি ঘটনা স্থলে গিয়ে উল্লেখিত শ্রমিকদের কাজে পাইনি। তবে দু’দিন পরিদর্শনে গিয়ে কিভাবে ৭জন শ্রমিককে ২০দিন অনুপস্থিত দেখালেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কর্মরত শ্রমিকরাই আমাকে এমন তথ্য দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শ্রমিক প্রতিনিধিকে জানান, অনেক ইউপি সদস্য তাদের মনোনীত লোকদের নামসর্বস্ব শ্রমিক দেখিয়ে মুজুরীর টাকা নিজেরা ভাগবাটোয়ারা করছে। কর্মসৃজন কর্মসূচির ৭ শ্রমিকের হাজিরা খাতায় ১নংওয়ার্ড  মহিলা সদস্যা ফরিদা বেগমের স্বামী তরিকুল ইসলাম রয়েছে বলে শ্রমিকরা জানান। এধরনের অনেক লোকের নামের তালিকা করে ইউপি সদস্য ও চেয়ারম্যান সরকারী অর্থ ভাওতাবাজী করে নিজের পকেট ভাড়ী করার অভিযোগ পাওয়া গেছে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 4478499976628058111

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item