ডোমারে বিলুপ্ত ছিট মহলে জমি দখলের চেষ্টা মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে বিলুপ্ত ছিট মহলে জমি দখলের চেষ্টা, শক্রুতার জেরে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ। সরেজমিনে যানাযায়, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ সংলগ্ন ২নং কোট ভাজনী বালাসুতি পাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র আব্দুল কাদের ৩বিঘা জমি দির্ঘদিন যাবত চাষ আবাদ করে আসছে। এলাকার কিছু টাউট বাটপার সন্ত্রাসী কিছিমের লোক মৃত দেলবর খাঁর পুত্র চান খাঁ,  মালপাট খাঁ সহ তাদের দলের সমেজ উদ্দিনের ছেলে নুর আলম, নুর ইসলাম, নিজাম উদ্দিনের ছেলে ইছাহাক, মারফত খাঁর ছেলে রেজাউল দলবদ্ধ হয়ে কারণে অ-কারণে কাদেরের জমির আইল কেটে, ফসল নষ্ট করে ঝগড়া বিবাদ লাগিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে জমি দখলের পায়তারা করছে বলে আব্দুল কাদের অভিযোগ করেন। গত ১০জানুয়ারী শক্রুতার জেরে রাতের অন্ধকারে কিটনাশক স্প্রে করে কাদেরের ভুট্টা ক্ষেত নষ্ট করে। মামলা সুত্রে যানাযায়, ১৭/০৪/০৭ সালে নওঁগা জেলার ধামইরহাট চৌঘাট গ্রামে মৃত কুদু ফকিরের ছেলে ফজলের বাড়ীতে সন্ত্রাসী হামলা চালায় সন্ত্রাসীরা। তাদের মারধর করে বাড়ীতে লুটপাট চালায়। ফজল বাদী হয়ে চান খাঁ, মালপাট খাঁ সহ তার দলের ১৮জনকে আসামী করে ধামইরহাট থানায় ১১/০৫/০৭ তারিখে মামলা নং-০৬ দায়ের করে। সেই থেকে তারা পুলিশের ভয়ে ছিটমহলে আতœগোপন করে আছে। এরই প্রতিবাদ করতে গিয়ে চাঁন খাঁ বাদী হয়ে আব্দুল কাদের সহ তার পরিবারের ১১জনকে আসামী করে ২৯/০৬/১৪ তারিখে ডোমার থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে মামলা নং -০৬ । ছিট মহল বিলুপ্তি পর অন্যের জমির উপরে তাদের লোভ লালসা বেড়ে যায়। তাদের অত্যাচারে নিরাপত্তাহীনতায় ভুগছেন আব্দুল কাদেরের পরিবার।

পুরোনো সংবাদ

নীলফামারী 9146414977924327455

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item