গোঁফের বাহাদুরী।

জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
তপস্যা তখনই পরিপূর্ণতা আনে, যখন তার অপেক্ষার প্রহর শেষ হয়। সেই তপস্যার আগুন লেগেছিল শৈশবে নীলফামারী ডিমলার জ্যোতিষ বাবুর মনে। এখন বয়স তার ৫৪ কোটায়। তার বাড়ী ডিমলা উপজেলা ঝুনাগাছ চাপানী ইউনিয়নে। তার ইচ্ছে পুরুষত্বের পরিচয় গোঁফ রাখা।সেই ইচ্ছে পূরণ তিনি পুরন করেছেন। যুবক থেকে গোফ রেখে বর্তমানে ২.৫ ইঞ্চিতে পৌছেছে। প্রতিদিন গোফের যতœ নেন তিনি। গোফের বাহারে গিনেস বুকে নিজের নাম স্থাপনার আশা । জ্যোতিষ বাবু জানান যাত্রা শিল্প তার একমাত্র নেশা ও পেশা। জীবনে তিনি অনেক যাত্রাপালা, নাটক, থিয়েটার করেছেন।এসব বিষয় তার প্রতিদিনের কাজ। জ্যোতিষ বাবুর গোফ রাখার খবরে এখনও অনেকে তার কাছে গিয়ে ভিড় জমায়। গোঁফ দেখতে, গোঁফের কারিশমা তাদের কিছুক্ষনের জন্য আনন্দ দিলেও এটাই অভিনয়ে আলাদা মাত্রা যোগ করে। এ ব্যাপারে ডাঃ আব্দুর রহমান, মৌলভী এমদাদুল হক, আল আমিন, সুনীল চন্দ্র সরকার, বাবু রসুনী রায়, বাবু চিত্তরঞ্জন শিক, আরিফুজ্জামান প্রমুখ বলেন জ্যোতিষ বাবু আমাদের এলাকার গৌরব। তার গোঁফ দেখলে মনে হয়, সে যেন আতাউল গনি ওসমানির উত্তরসুরী। তার গোঁফ সত্যিই অভিভুত করে এবং তা প্রশংসা যোগ্য। জ্যোতিষ বাবুর নিকট গোঁফ সম্পর্কে তার অনুভূতি জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, শৈশবের লালিত স্বপ্ন ছিল আমি বড় হয়ে অনেক বড় গোঁফ রাখবো। যৌবনে যখন পা রাখলাম গোঁফ রাখার ব্যপারে পারিবারিক ভাবে অনেক বাধা বিপত্তি আসলেও ইচ্ছেকে বাস্তবতার রূপ দিতে পেরে আমি নিজেকে স্বার্থক বলে মনে করি। অবশ্য তার চাওয়া যদি বাংলাদেশে গোঁফ নিয়ে প্রতিযোগিতা  হয় সেই প্রতিযোগীতায় তিনি অংশ নিবেন এবং   গিনেস বুক অব ওয়াল্ড রেকর্ডস এ নাম উঠাবেন ।

পুরোনো সংবাদ

নীলফামারী 201942651335231410

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item