ডিমলা নাউতারায় ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে পালিত হলো আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস।

 















জাহাঙ্গীর আলম রেজা,ডিমলাপ্রতিনিধি ঃ


ডিমলা নাউতারায় ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

নীলফামারী ডিমলা উপজেলার নাউতারায় রবিবার সকালে অত্যন্ত ভাবগম্ভিরর্জতা ও ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে পালিত হলোএই দিবসটি।

এ উপলক্ষে নাউতারা আওয়ামীলীগ নেতা কামরুল ইসলামের নেতৃত্বে একুশের প্রথম প্রহরে বাংলাদেশ আওয়ামীলীগ  নাউতারা ইউনিয়ন আওয়ামীলীগ পরিবার সহ দলের অঙ্গ সংগঠন সকাল ৮ ঘটিকায় নাউতারা আবিউননেছা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মোড় হতে এক বিশাল প্রভাতফেরী র‌্যালি বের করে নাউতারার প্রধান প্রধান গলি পথ প্রদর্শন করে ৬নং নাউতারা ইউনিয়ন পরিষদ মাঠে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভির শ্রদ্ধা ও পুষ্পাঞ্জলী প্রদান করেন। পুষ্পাঞ্জলীর শেষে শহীদদের স্মনণে এক মিনিট নিরবতা পালন করেন। পরে ভাষা শহীদদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অত্র ইউনিয়নরে উদিয়মান তরুন প্রজন্মের রুপকার আওয়ামীলীগ নেতা ও সভাপতি নাউতারা গার্লস্  স্কুল এন্ড কলেজ কামরুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম সাজু, সাংগঠনিক সম্পাদক মিলন চন্দ্র রায়, যুবলীগ নেতা এ.টি.এম আরাফাত সিদ্দিক শাসন, সদস্য আশরাফুল আলম জ্যোতিষ চন্দ্র রায় প্রমুখ

অপর দিকে শহীদদের স্মরণে রেলি  প্রদর্শন করেন নাউতারা গার্লস্ স্কুল এন্ড কলেজ,  নাউতারা হলি চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেন, নাউতারা 
আবিউননেছা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, নাউতারা টপ চাইল্ড কেয়ার একাডেমি সহ  বিভিন্ন পেশাজীবি মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 8521857872015266100

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item