দেবীগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,জেলা প্রতিনিধি,পঞ্চগড়ঃ

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা, দেশে সুষম ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ অপরিহার্য।এরোই আলোকে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপজেলা চত্বর থেকে র‌্যালী বের করে।বিভিন্ন ব্যানার ফেষ্টুনসহ নানা সাজে সজ্জিত হয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালনের র‌্যালী বের করে শহরকে মুখরিত করে তুলে শিক্ষার্থীরা। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ রুনা লায়লার সঞ্চালনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার,¡ ভাইস চেয়ারম্যান লুৎফুন্ন নাহার লাকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান রোকন, মাধ্যমিক কর্মকর্তা মোঃ আবুল হোসেন, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সুধীর , মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ পেয়ারী বেগম ও সহকারী শিক্ষক মোঃ সাইফুর রহমান চৌধুরী শরীফ প্রমুখ বক্তব্য রাখেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 419424914890652728

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item