সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে ৩৭ টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিকরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করছেন।

অষ্টম বেতন কাঠামোতে বৈষম্যের অভিযোগ, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের প্রতিবাদে এই কর্মবিরতি।

শিকরা অভিযোগ করছেন নতুন জাতীয় বেতন কাঠামোতে তাদের প্রতি শুধু বৈষম্যই নয়, তাদের অমর্যাদাও করা হয়েছে।

অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণার পর থেকেই প্রতিবাদে নানা কর্মসূচি পালন করছে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিকরা।

বৈষম্য ঘোচাতে বিশ্ববিদ্যালয় শিক ফেডারেশন থেকে সরকারকে ১০ই জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

কোনো সাড়া না পেয়ে তারা আজ থেকে কর্মবিরতি শুরু করছেন।

বিশ্ববিদ্যালয় শিক ফেডারেশনের মহাসচিব মাকসুদ কামাল বিবিসিকে জানিয়েছেন, মে মাস থেকে ক্রমাগত তারা তাদের দাবি তুলে ধরার চেষ্টা করেছেন।

তিনি বলছেন, “সিদ্ধান্তপ্রণেতারা সকলেই বলছেন আমাদের দাবি ন্যায্য কিন্তু তারপরও তা পূরণে কোন উদ্যোগ আমরা দেখি নি”

কিন্তু শিকদের বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের জিম্মি করে আন্দোলন করার অভিযোগ উঠেছে।

মি কামাল বলছেন, “ছাত্র ছাত্রীরা যাতে জিম্মি না হয় তাই গত আট মাস ধরে বারবার দাবি তুলে আসছি আমরা। বেতন বৈষম্য নিরসন কমিটিতে যেসব মন্ত্রীরা রয়েছেন তাদের সাথে বার বার বসা হয়েছে। যত উপায় ছিলো সবকিছু চেষ্টা করেই তবে এই কর্মবিরতি”

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8966172611776577546

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item