তিস্তা সেচ প্রকল্পের পরিধি বৃদ্ধি করা হচ্ছে -পানি সম্পদ প্রতিমন্ত্রী

তাহমিন হক ববি॥ পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক এমপি বলেছেন, উত্তরাঞ্চল জুড়ে বেশী বেশী ফসল উৎপাদনে কৃষকদের সেচ প্রদানের লক্ষ্যে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের সেচ পরিধি বৃদ্ধি করা হচ্ছে। শীঘ্রই শুরু করা হচ্ছে সেচ প্রকল্পটির দ্বিতীয় পবের্র কাজ। এ জন্য প্রস্তাবনার ২৬৬ দশমিক ৬৩ হেক্টর জমি অধিগ্রহনের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন করে প্রস্তাবনায় আরো ৫৫ দশমিক ০৭ হেক্টর জমি রয়েছে। ইতোমধ্যে ১১৮ দশমিক ৮৭ হেক্টর জমি অধিগ্রহন করা হয়েছে। বাকী ৯২ দশমিক ৬৯ হেক্টর জমি অচিরেরই অধিগ্রহন করা হবে। আজ বুধবার (৬ জানুয়ারী) সকালে তিস্তা ব্যারাজের সেচ প্রদানের পরিধি বৃদ্ধি করনে দ্বিতীয় পর্যায়ের জমি অধিগ্রহনের অগ্রগতি নিয়ে নীলফামারীর ডালিয়ায় অবস্থিত পাউবো অবসর রেষ্টহাউসের সম্মেলন কক্ষে মন্ত্রীর সভাপতিত্বে পাউবোর উর্ধ্বতন কর্মকর্তা, নীলফামারী,রংপুর,দিনাজপুরের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি ভুমি কমিশনার, সাব রেজিষ্টাডদের সাথে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এ সব কথা জানান মন্ত্রী। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন দুই দেশের প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার ফলশ্রুতিতে, তিস্তা নদীর অন্তর্বর্তীকালীন পানি বণ্টন চুক্তির ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হয়েছে। অচিরেই এটি বাস্তবায়িত হতে যাচ্ছে। এটি বাস্তবায়িত হলে তিস্তায় আর পানি সংকট থাকবেনা। তাই তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের পরিধি বৃদ্ধি করা হচ্ছে। মন্ত্রী জানান  তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের প্রথম পর্যায়ে নীলফামারী,রংপুর ও দিনাজপুর জেলার ১২ উপজেলার সেচ যোগ্য কমান্ড এলাকায় ৯১ হাজার ২২৬ হেক্টর জমি রয়েছে। দ্বিতীয় পর্যায়ের প্রথম ধাপে এর পরিধি বৃদ্ধি করা হবে ১ লাখ হেক্টর জমির সেচ প্রদানের জন্য।
বৈঠক শেষে মন্ত্রী  ডালিয়ায় অবস্থিত তিস্তা ব্যারাজের মুল কাঠামো পরিদর্শনের সময় সংরক্ষিত এলাকার সকল সিসি ক্যামেরা অকেজো দেখতে পেয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি আগামী ৩১ জানুয়ারীর মধ্যে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন। অপর দিকে তিস্তা ব্যারাজে বর্তমানে  দায়িত্বে থাকা আনছার ব্যাটালিয়ান দলটির বিভিন্ন অনিয়ম কর্মকান্ডে অভিযোগে তাদের অপসারন করে নতুন করে আনছার বাহিনী নিয়োজিত করার নির্দেশ প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন পাউবোর যুগ্ন সচিব মন্টু কুমার বিশ্বাস, পাউবো পশ্চিম অঞ্চলের অতিরিক্ত মহপরিচালক প্রকৌশলী বেলায়েত হোসেন, পাউবোর উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী আতিকুর রহমান, তত্বাবধায়ক প্রকৌশলী (১) জ্যোতি প্রশাদ ঘোষ, তত্বাবধায়ক প্রকৌশলী (২) লুৎফর রহমান, পাউবোর প্রধান পরিকল্পনা কর্মকর্তা মাহফুজার রহমান, পাউবোর উপসচিব তোফাজ্জেল হোসেন, নীলফামারীর ডিসি জাকীর হোসেন, দিনাজপুরের ডিসি মীর খায়রুল আলম, রংপুরের ডিসি রাহাত আনোয়ার, তিস্তা ব্যারাজের নির্বাহী প্রকৌশলী মাহবুবার রহমান, নীলফামারী পাউবোর নির্বাহী প্রকৌশলী আবু মাহমুদ শেখ, পাউবোর সৈয়দপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুল সহিদ, উপ প্রধান সম্প্রসারন কর্মকর্তা অমলেশ চন্দ্র রায় প্রমুখ।
এর আগে মঙ্গলবার দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন শেষে সন্ধ্যায় চলতি খরিপ-১ রবি মৌসুমে নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারায় অবস্থিত এস-টু-টি সেচ ক্যানেলের কপাট উন্মুক্তের মাধ্যমে  সেচ কার্যাক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেছিলেন।


জমি অধিগ্রহনের জন্য ইতোমধ্যে ৯৪ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ জন্য প্রস্তাবনার আরো ১৮৮ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।

পুরোনো সংবাদ

প্রধান খবর 3743011491913995270

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item