সৈয়দপুরে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঃ ৭ লাখ টাকার মালামাল লুট

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১১ জানুয়ারী॥
নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরে একই রাতে  নতুন বাবুপাড়া  ও বাঁশবাড়ি মহল্লার দুটি বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দুটি বাড়ি থেকে নগদ অর্থ, ১০ ভরি স্বর্নালংকারসহ ৭ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে। 
 রবিবার রাত ১টার দিকে নতুন বাবুপাড়ার ভাড়াবাসায় থাকা এনজিও কর্মকর্তা সাইফুল ইসলামের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত দল গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি থেকে ৪ ভরি স্বণম নগদ অর্র্থ সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল  নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার দুই ঘন্টা পরে বাঁশবাড়ি মহল্লার  ব্যবসায়ী সামসুদ্দিন অরুনের বাড়িতে একই কায়দায় ১০/১৫ জনের মুখোশধারী ডাকাত দল গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে স্বর্ণলংকার ও নগদ অর্থ সহ ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও ডাকাতদের ধরতে পারেনি।  সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 2439627986181826426

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item