সৈয়দপুরে আইডিইবি’র মানববন্ধন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৩ জানুয়ারী॥
অষ্টম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন ও বেতন বৈষম্য সৃষ্টি প্রতিবাদে এবং উদ্ভূত সংকট নিরসনের দাবিতে সৈয়দপুরে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর জেলা শাখার উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।সৈয়দপুর প্রেস কাবের সামনে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে বেলা ১২ টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর জেলা শাখার বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।  এ সময় মানববন্ধনে অংশ গ্রহণকারী আইডিইবি’র সদস্যরা তাদের নানা  দাবি-দাবা সম্বলিত ব্যানার, প্লাকার্ড বহন করে। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী নুরুজ্জামান জোয়ারদার, সাধারণ সম্পাদক প্রকৌশলী  মোনায়মুল হক, প্রচার সম্পাদক প্রকৌশলী আরিফুর রহমান প্রমূখ।
পরে মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি স্মারকলিপি দেওয়া হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের ( ইউএনও) মাধ্যমে  দেওয়া স্মারকলিপিতে তাদের বিভিন্ন দাবিদাবা তুলে ধরা হয়েছে। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী স্মারকলিপিটি গ্রহণ করে প্রধানমন্ত্রী বরাবরে প্রেরণের আশ্বাষ দেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 331481478169485681

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item