সৈয়দপুরে বিদ্যুৎ চুরির দায়ে একটি প্রতিষ্ঠানের ২১ লাখ টাকা জরিমানা

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৩ জানুয়ারী॥
বিদ্যুৎ চুরি করে আটোবাইক চার্জ করার সময় নীলফামারীর সৈয়দপুরের একটি গুল কারখানার মালিককে ২১ লাখ জরিমানা করেছে বিদ্যুৎ বিভাগ। আজ বুধবার সকালে এ জরিমানা করা হয়। পাশাপাশি এই অর্থ আদায়ের জন্য দুপুরে রংপুরের বিদ্যুৎ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
 জানা যায় সৈয়দপুর শহরের উপকন্ঠে সোনাপুকুরে স্টার এবং ওয়ান স্টার গুল ফ্যাক্টরির মালিক সাজ্জাদ হোসেন তামাক ক্রাশের জন্য কারখানা গড়ে তোলেন। সেখানে অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে নিয়মিতভাবে আটোবাইক চার্জ দেয়া হচ্ছিল দীর্ঘদিন থেকে। এ রকম অভিযোগ পেয়ে সৈয়দপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ বিদ্যুৎবিভাগের লোকজন নিয়ে কারখানায় অভিযান চালান। এ সময় প্রায় ৭৫টি আটোবাইক চার্জের ঘটনা হাতেনাতে ধরে ফেলেন। তাই ২১ লাখ টাকা জরিমানা করে ওই অর্থ আদায়ের জন্য বিদ্যুৎ আদালতে মামলা করা হয়।সৈয়দপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিষয়টি নিশ্চিত করেন।এদিকে অভিযোগ উঠেছে এ জেলার  ডোমার ও ডিমলা উপজেলায় বিদ্যুত বিভাগের কিছু অসাধু কর্মচারী অবৈধ লাইন সংযোগ দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। বিষয়টি সুষ্ঠ তদন্তের দাবি করেছে এলাকাবাসী।

পুরোনো সংবাদ

নীলফামারী 9142817964967778551

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item