সৈয়দপুরে রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ-শপথ গ্রহণ

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ঃ

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ২০১৫ রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায়  ইএমই সেন্টার অ্যান্ড স্কুল সৈয়দপুর সেনানিবাসের শহীদ নুরুল আবছার প্যারেড গ্রাউন্ডে উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাসুদ রাজ্জাক, এনডিসি, এএফডব্লিউসি,পিএসসি। শপথ বাক্য পাঠ করান ক্যাপ্টেন নাজমুন নাহার। জিওসি ও এরিয়া কমান্ডার বলেন, যে সকল সদস্য ১৯৭১ সালে জাতির  জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ও দেশাত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ রায় ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের বীরত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করতে হবে। নবীন সৈনিকদের দেশেপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাগত কাজে আতœনিয়োগ করারও উপদেশ দেন তিনি। এই রিক্রুট ব্যাচের প্রশিণ সমাপনী কুচকাওয়াজে মোট ১০৬ জন রিক্রুট শপথ গ্রহণ করেন। এরমধ্যে ৭৬ জন পুরুষ ও ৩০ জন নারী সৈনিক রয়েছে। সর্ব বিষয়ে সর্বশ্রেষ্ঠ রিক্রুট হওয়ায় কনক কুমার ( রিক্রুট নং- ২৩০৭৬) শ্রেষ্ঠ রিক্রুট হবার গৌরভ অর্জন করে। অনুষ্ঠানে সামরিক-বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা, সৈনিকদের অভিভাবকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7427567526108806125

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item