কারমাইকেলে মাস্টার্স ভর্তিতে পূর্বের নিয়ম বহাল রাখার দাবিতে অবোরধ-বিক্ষোভ-মিছিল ও অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান সমাবেশ অনুষ্ঠিত।

হাজী মারুফ


আজ বৃহস্পতিবার ২০০৯-১০ সেশনে ভর্তিচ্ছু মাস্টার্সের শিক্ষার্থীদের উদ্যোগে ক্যম্পাসে ভর্তিবুথ অবরোধ, বিক্ষোভ মিছিল ও অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবন্থান-সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে। সকাল ১১.৩০টায় মাস্টার্স ভর্তি হতে আসা শিক্ষার্থীদের বুথের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে আধাঘণ্টাব্যাপী অবোরধ কর্মসূচিতে ভর্তি হতে আসা শিক্ষার্থীরা আন্দোলনকারদের সাথে সংহতি জানায়।  অবোরধ কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল ক্যম্পাস প্রদক্ষিন শেষে প্রশাসনিক ভবনের সামনে আবস্থান সমাবেশে মিলিত হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থী মেঘনাথ রায়ের সভাপতিত্বে সমাবেশে সংহতি বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কারমাইকেল কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসী। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন  নিহারঞ্জন, এরশাদ, দেলোয়ার হোসেন, রিয়েল প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন ছাত্র ফ্রন্ট কলেজ সাংগঠনিক স¤পাদক ইমরান সরকার।
বক্তারা বলেন, ছাত্র সংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়। এখানে প্রায় ৮ লক্ষ  পড়াশোনা করেন। নানা সংকটের মধ্যদিয়ে এখানকার শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন অতিবাহিত করছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে একের পর এক নতুন নিয়ম প্রবর্তনের ফলে শিার্থীদের শিক্ষাজীবন হুমকীর মুখে পড়ছে। সাম্প্রতিক সময়ে ২০১৩-১৪ সেশনে মাস্টার্সে ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে। এতে বলা হয়েছে ৫০% নম্বর পেয়েও যদি একজন শিক্ষার্থী কোন বিষয়ে অকৃতকার্য থাকে তবে সে মাস্টার্সে ভর্তির সুযোগ পাবেনা। এর আগের সেশনগুলোতে কোন বিষয়ে অকৃতকার্য হলেও গড়ে  শতকরা ৩৫ ভাগ নম্বর পেলেই মাস্টার্সে ভর্তি হওয়ার নিয়ম ছিল। কিন্তু এ বছর সেটা তুলে দেয়া হয়েছে। নতুন নিয়ম চালু করার ফলে সারাদেশের প্রায় ৪৬ হাজার শিক্ষার্থীর মাস্টার্সে ভর্তির অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারমাইকেল কলেজে প্রাণিবিদ্যায় ৫৫ জন, রসায়নে ৪৫ জন, ব্যবস্থাপনায় ৬৫ জন, গনিতে ৮০জনসহ বিভিন্ন বিভাগে প্রায় ৩৭২ জন  শিক্ষার্থী মাস্টার্সে ভর্তির সুযোগ থেকে বঞ্চিৎ হচ্ছে।
নেতৃবৃন্দ, নতুন নিয়ম বাতিল করে পূর্বের নিয়ম বহাল করা না হলে  আগামী ১৩জানুয়ারি জাতীয় বিশ্বঃ রংপুর আন্চ্ঞলিক কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 1996392644008895680

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item