প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুরে ২১ নং ওয়ার্ড বাস্তহারালীগের সদস্যদের বিবৃতি

প্রেস রিলিজ :

 গতকাল শনিবার ২১ নং ওয়ার্ড বাস্তহারালীগের সদস্য জাহাঙ্গির,ফাতেমা বেগম,বকুল, ফিরোজ, বানু,রাশেদ,ওমেনা,সাহিদা,আর্জিনা,সহ অন্যান্য ওয়ার্ডর সদস্যরা ্এক বিবৃতিতে লিখিত অভিযোগে  জানান আমরা ভুমিহীন এই সরলতার সুযোগ নিয়ে বিগত সময়ে,২০১২ সালে খাস কৃষি জমি বন্দোবস্ত পাওয়ার আবেদন ফরম, দিয়ে সরকারের কাছ থেকে খাস জমি নিয়ে দেওয়ার আশ্বাস  দিয়ে আমাদের কাছথেকে ১২০০টাকা করে নিয়েছে জেলা বাস্তহারালীগের দপ্তর সম্পাদক নিতাই মহন্ত চন্দন, দীর্ঘ ৪ বছর থেকে আমরা খাস জমির পাওয়ার আসায় বসে আছি,আজ-কাল করে তিনি দিনের পর দিন ঘুরাচ্ছেন, কোন উপায় না পেয়ে আওয়ামী নেতার পরামর্শে আমাদের সাধারন সম্পাদক সাগর বাদী হয়ে রংপুর কোতয়ালী থানায় চন্দনের অপকর্ম উল্যেখ করে একটি সাধারন ডায়েরী করেন যাহার জিডি নং ৩০৭/ ৫/৪/১৪ ইং। নিজেকে বাচাতে চন্দন আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে রেহাই পেতে চায়। আমরা গরীব মানুষ   আমাদের কষ্টের টাকা নিয়ে সে পালাতে পারবেনা। বাস্তহ্ারালীগ থেকে পদত্যাগ করলেও  আমরা স্বাধীনতার ঘোষক বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনিতী ও  আদর্শ আমাদের সাথেই থাকব ।  আমরা স্বাধীনতার পক্ষে বিশ্বাসী । অমরা ন্যায় বিচারের আসায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 8105997834883062958

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item