গুড়ি গুড়ি বৃষ্টিপাতে পাগলাপীর বন্দর কাঁদা পানি একাকার

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
গুড়ি গুড়ি বৃষ্টিপাতের পানিতে রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে হাইওয়ে সহ জনগুরুত্বপুর্ণ পাঁচটি সড়কে কাদা পানি একাকারে পরিণত হয়েছে। বিশেষ করে পাগলাপীর বন্দরের শ্যামপুর লাহেড়ীর হাট বদর গঞ্জ সড়কের মেসার্স সুমন  ইলেক্ট্রনিক্স এর দোকানের সামন হতে হাসি শিশু শিক্ষালয় এন্ড প্রি ক্যাডেট স্কুল ৫০০ ফিট পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টিপাতের পানিতে সড়কে অর্ধশতাধিক স্থানে খাল খন্দকে জলাশয় সৃষ্টি হয়ে পড়ছে এবং সড়কটির দু’ধারে কাদা পানি একাকারে পরিণত হওয়ায় শিক্ষার্থী পথচারী সহ ভুক্তভোগী মহল চরম দুর্ভোগে চলাচল করছে। জানাগেছে গত মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টিপাতের পানিতে পাগলাপীর বন্দরের পাঁচটি সড়কের দু’ধারে গড়ে উঠা বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে কাদা পানি একাকার হয়ে পড়ছে। আবার কোথাও কোথাও বৃষ্টির পানি জমে উঠে জলাশয়ের সৃষ্টি হয়ে পড়ছে। ফলে পথচারী সহ সাধারণ ভুক্তভোগী মানুষজন সড়কে চলাচল করতে গিয়ে পড়ছেন নানা দুর্ভোগে। সরজমিনে ফজিলাতুন নেছা শিশু নিকেতন এর অধ্যক্ষ ওয়ায়েস করুনী, স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির প্রতিষ্ঠাতা কবীর হাসানসহ বিভিন্ন মহল জানান, পাগলাপীরে স্থায়ী ভাবে পানি নিষ্কাশনের জন্য কোন ড্রেনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিপাতে হোক আর গুড়ি গুড়ি বৃষ্টি পাতে এই পরিস্থিতি বিরাজ করছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে আসলেও পাগলাপীর বাসীর দুর্ভোগ রক্ষায় প্রতিকারে সরকার ও তার প্রশাসন এমনকি স্থানীয় চেয়ারম্যানদের নেই কোন উদ্যোগ। তাই সামান্য বৃষ্টিপাতে পাগলাপীর বাসীকে কাদাপানিতে একাকারে পরিণত হতে হচ্ছে। তাই এ অবস্থার পরিত্রান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানিয়েছেন পাগলাপীরের বিভিন্ন মহল।

পুরোনো সংবাদ

রংপুর 2832030964939833125

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item