শিবিরের ভিন্ন কৌশল দুই নেতা দুই বিভাগে প্রকৃত শিবির ক্যাডাররা ধোরাছোয়ার বাইরে

হাজী মারুফ রংপুর ব্যুরো প্রধানঃ

অনলাইন সময় ৭১ ডট কমের তথ্য প্রকাশে জানা গেছে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ছাত্রশিবির তার নেতাকর্মীদের আশ্রয়স্থলের জন্য মরিয়া হয়ে উঠেছে। বিভিন্ন রকম ছদ্মবেশের পর এখন সাংবাদিকতা তাদের টার্গেট । নাম সর্বস্ব অনলাইন পত্রিকাকে নিজেদের আশ্রয় হিসেবে বেছে নিয়েছে তারা । আর সেই সাথে উত্তরাঞ্চলের দুই বিভাগীয় শহর রংপুর ও রাজশাহীতে ঠান্ডা মাথায় কৌশল নিয়ে নিজেদের ক্যাডারদের এই পেশায় ভেড়াচ্ছে । গ্রেফতার হবার আগে এই পরিকল্পনা গ্রহন করেছিলেন জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতা শফিকুল ইসলাম মাসুদ ।সম্প্রতি অনুসন্ধানে বেড়িয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য । শিবিরের নেতা-কর্মীদের সংবাদ মাধ্যমে চাকরি নিয়ে দিতে দুই বিভাগে কাজ করছেন সাবেক দুই শিবির ক্যাডার । রংপুর ও রাজশাহী বিভাগে কাজ করা এই দুই জনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সদস্য। সুত্র মতে, রংপুরে রাখা হয়েছে মাজহাররুল ইসলাম মান্নান ওরফে মাজহারুল মান্নানকে। রাবি’তে ছাত্র থাকাকালীন সময়েই মান্নান শিবিরের রাজনীতিতে জড়িয়ে যায়। প্রথমে রাজশাহীর স্থানীয় বিভিন্ন দৈনিকে সংবাদ সরবারাহ করতো মান্নান । ২০০১ সালে চারদলীয় জোট সরকার মতায় আসলে শিবির রাবি প্রেসকাব দখল করে, সেই ঘটনায় নেতৃত্ব দিয়েছিল মান্নান। এর পুরস্কার হিসেবে জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রাম পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধির চাকরি পান  । মান্নানের দায়িত্ব নিয়ে নেন জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের বিশেষ প্রতিনিধি সরদার আব্দুর রহমান ।পড়ালেখা শেষ হলে তাঁকে রংপুরের সাংবাদিকতায় সম্পৃক্ত করার ব্যবস্থা করা হয় দলের প থেকে।দেয়া হয়  দিগন্ত টেলিভিশনে চাকরি । চলতে থাকে মান্নানের স্ট্রিং অপারেশন। এক সময় রংপুর জেলা জামায়াতের পরামর্শদাতা হিসেবে কাজ করতে থাকেন। মতার পালাবদলে জামায়াতের রাজনৈতিক ভিত্তি দুর্বল হবার পর থেকে তার তৎপরতা বেড়ে যায়। দিগন্ত টেলিভিশন বন্ধ হবার পর তিনি রংপুরের স্থানীয় দৈনিক পত্রিকা দাবানলে কাজ করতে থাকেন । এই পত্রিকায় কাজ নিয়ে শিবিরের ক্যাডারদের পত্রিকার পরিচয়পত্র করিয়ে দিতে থাকেন তিনি। সাংবাদিক পরিচয়ে শিবির ক্যাডাররা ছদ্মবেশ ধারণ করছে মান্নানের সহায়তায় ।পাশাপাশি শিবিরের নেতা কর্মীরা গ্রেফতার হবার পর আর্থিক তদারকি ও তথ্য সমন্বয়ের কাজ করছেন তিনি ।পরিকল্পনার অংশ হিসেবে রংপুরের স্থানীয় আরেকটি দৈনিকের সম্পাদকের সাথে বেশ ভালো সম্পর্ক স্থাপন করে সেই পত্রিকায় অন্তত ১৩ জনকে পরিচয়পত্র করিয়ে দিয়েছেন ।আর রাজশাহীতে একই কাজ করছেন জিয়াউল গণি সেলিম । মান্নানের মতন একই সময়ে তিনিও শিবিরের রাজনীতিতে যুক্ত হন। ক্যাম্পাসে শিবির ক্যাডার হিসেবেই পরিচিতি ছিল সেলিমের ।রাজশাহীতে জামায়াতের পত্রিকা দৈনিক প্রভাতের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিলেন এই সেলিম । মান্নানের মতনই দিগন্ত টেলিভিশনে কাজ করতেন সেলিম । বর্তমানে আছেন দৈনিক লাল গোলাপ নামে রাজশাহীর একটি স্থানীয় দৈনিকে  সম্প্রতি দেশের প্রথম সারির একটি দৈনিকের ব্যুরো চিফকে ম্যানেজ করে সেই পত্রিকায় কাজ নিয়েছেন তিনি ।সূত্রজানায়, মিডিয়ার মধ্যে জামায়াতের এজেন্ট ঢুকিয়ে ভবিষ্যতে বড় ধরণের দেশ বিরোধী কার্যক্রমের পরিকল্পনা নিয়ে কাজ করছে মান্নান ও সেলিম । রংপুরের একটি বিশ্বত্ব সুএ জানিয়েছে নামসস্বস শিবির ক্যাডার সরকার পালা বদলে এখন জাতীয় পাটির নাম ব্যবহার করে জামাত কে না ধরিয়ে দিয়ে স্বাধীনচেতা বড় বড় ব্যবসায়ীদের জামাত বানিয়ে ব্যবসা করছে । সচেতন মহল গোয়েন্দা নজরদারী জরুরী ।

পুরোনো সংবাদ

রংপুর 935561784898571472

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item