পাগলাপীরে সড়ক দুর্ঘটনায় আহত ভ্যানচালক আমিনুর জীবন যুদ্ধে হেরে গেলেন


হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
প্রাণপণ চেষ্টা করেও শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হেরে গেলেন রংপুরের পাগলাপীরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত রিক্সা ভ্যান চালক আমিনুর রহমান ওরফে গাটো (৪৫)। টানা ৫দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে  শনিবার সকাল ১১টায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ফলে এ নিয়ে রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কের পাগলাপীরের ঠাকুরপাড়া নামক স্থানের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাড়ালো ৭। নিহত আমিনুর রহমান ওরফে গাটো সদর উপজেলার খলেয়া ইউনিয়নের হরকলি কচুটারী গ্রামের দরিদ্র মৃত আদু মিয়ার পুত্র। জানাগেছে গত ১১ জানুয়ারী বিকেল ৫টায় শলেয়াশাহ্ বাজার হতে আমিনুর রহমান ওরফে গাটো তার রিক্সা ভ্যানে ৬ জন যাত্রী নিয়ে পাগলাপীর আসার পথে ঠাকুর পাড়া নামক স্থানে সৈয়দপুর হতে রংপুর গামী একটি পুলিশ ভ্যানগাড়ী ধাক্কায় মর্মান্তিক  দুর্ঘটনায় ঘটনাস্থলে ৩ জন, ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন সহ ৭ জন নিহত হয়। সেই ঘটনায় ভাগ্যক্রমে রিক্সা ভ্যান চালক আমিনুর তার একটি পা ভেঙ্গে গুরুতর জখম হলে অবশেষে টানা ৫দিন চিকিৎসার পর সে মৃত্যু বরণ করে। এদিকে নিহতের মামাতো ভাই পাগলাপীর প্রত্যয় সমবায় সমিতির সম্পাদক রবিউল ইসলাম প্রতিনিধিকে জানান, দরিদ্র ভ্যান চালক আমিনুরের ঘরে স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে। সংসারের একমাত্র সম্বল ছিল সে। তার মৃত্যুতে গোটা পরিবারে নেমে এসেছে চরম অন্ধকার।

পুরোনো সংবাদ

রংপুর 4648485654618053428

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item