রংপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

হাজী  মারুফ

রংপুর নগরীর জমি-জমা দখলের অভিযোগে মামলা দায়ের, ও রসিক মেয়রের নিকট সহায়তা কামনা    করলে সিটি কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপকে বৃদ্ধাঙ্গলী দেখানোর অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, কামাল কাছনা মাসুয়াপাড়া এলাকার মোসলেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান তার ভাইয়ের একনায়কতন্ত্র ও মনগড়া কমিটি গঠন করিয়া স্কুলের অনিয়ম, দুর্নীতি ও একজন সংখ্যালঘুর জমি আত্মস্বাতের চেষ্টা করিয়া আসিতেছে। উক্ত কমিটির কিছু স্বাধীন বিরোধী ব্যক্তি মৌখিক অনুমতিতে উক্ত জমি আত্মস্বাতের জন্য রংপুরের জেলা ম্যাজিষ্ট্রেট এম আর ৩৯/২০১৫নং মোকদ্দমা ১৪৪ধারার প্রার্থনা করেন। পরবর্তীতে বায়না গ্রহীতা তাহার নিজ কবলা জমির পরবর্তী জমির বায়না আবদ্ধ হইয়া রংপুর সিটি কর্পোরেশনের বরাবর বায়নার মূল দাতার নামে জরিপের আবেদন করিলে মেয়র পক্ষদ্বয়ের দাবীকৃত বায়নাপত্র পর্যালোচনা পূর্বক আইনজীবীর মতামত পূর্বক নোটিশের মাধ্যমে জরিপের দিনধার্য্য করিলে স্থানীয় স্কুল কমিটির পক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে স্কুলের দাবিকৃত জমি সার্ভেয়ার দ্বারা সীমানা পৃথক করে বায়না গ্রহীতাকে চৌহুদ্দী সীমানা নিরুপণ কওে বুঝাইয়া দেয়। যাহা সেটেলমেন্ট ৩১ধারা রায় স্কুল ও বায়না গ্রহীতা কে পৃথক নকশা ও নতুন দাগভুক্ত কওে পক্ষদ্বয়কে চুড়ান্ত করিয়া বর্তমান রেকর্ড প্রদান করেন। স্কুলের হালদাগ নং ৫০০৭ ও নারায়ন দাবিকৃত জমি ৫৫৫৬ বাই ৫০০৭ দখলমোতাবেক এসএ মালিকের নামে রেকর্ডভুক্ত হয়। যাহা সিটি মেয়র সমাধান ও চুড়ান্ত নিস্পত্তির প্রতিবেদন দেয়ার পরও স্কুল কমিটি তাহাদেও বিনিময়কৃত ৮৮৬দাগে জমি ৬শতক রশিদা বেগমের সহিত ৮৯০নং দাগের জমি দখল বুঝে নেওয়ার পরও বিনিময়কৃত জমির উক্তি গোপন কওে আদালতে মিথ্যা উক্তি আনায়ন করিলে আদালত গত ৯জানুয়ারী চুড়ান্ত দিন ধার্য্য করিলে বাদীর পক্ষে এ্যাডঃ কাওছার আলী ও বিবাদীর পক্ষে শ্রীঃ অরুন কুমার সরকারের যুক্তিতর্কে আদালতের কাছে তাহাদের মিথ্যা উক্তি প্রমাণ করিতে না পারায় বাদীর আইনজীবী ৩দিনের সময় প্রার্থনা করিলে আদালত আগামী ১৩জানুয়ারী (আজ বুধবার) চুড়ান্ত দিন ধার্য্য করিলে বাদী নতুন কৌশল অবলম্বন পূর্বক গতকাল মঙ্গলবার স্কুল চলাকালীন সময়ে স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে স্কুলের জায়গা ঘেঁষা সংলগ্ন নালীশী বিবাদীর জমিসহ সারিবদ্ধ হয়ে জাতীয় সঙ্গিত পরিবেশন করে। এসময় সাংবাদিক দ্বরা জাতীয় সঙ্গিত করার ফটো তুলে নতুনভাবে কৃত্রিম দখলের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এবং প্রকৃত ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা কওে আসছে। যাহা স্থানীয় ব্যক্তিদেও মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 7117611349463634880

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item