রংপুর নগরীর ২০ নং ওয়ার্ডে বিশুদ্ধ পানি সরবরাহে ডিপ টিউবয়েল নির্মান কাজের উদ্বোধন

হাজী মারুফ রংপুর ব্যুরো:

 সোমবার ২০ নং ওয়ার্ডে উন্নয়নের  ধারা অব্যাহত রেখেছেন রংপুরের বীরমুক্তিযোদ্বা ৬নং সাতগাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম তৈয়বুর রহমানের বড় ছেলে ২০নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম সিটিকর্পোরেশন এর অন্তরভুক্ত নিউ  ইঞ্জিনিয়ার পাড়ায়  ২০ নং ওয়ার্ডবাসীদের সুবিদার্থে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ডিপ টিউবয়েল নির্মান কাজের উদ্বোধন করা হয়। জানা গেছে সর্বচ্চো ৮৫০ ফিট গভীরতায় এই পানি উওোলন করা হবে । উপস্থিত ছিলেন রংপুর সির্টিকর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আজম আলী, নিউ  ইঞ্জিনিয়ার পাড়ার তরুন সমাজ সেবক রেজাউল কবির রিংকু, উদীয়মান তরুন নেতা নাহিদ হাসান, মাসুদ রানা,আজমল হোসেন রাজু,রবিউল ইসলামতাজু. মিলন, ঠিকাদার খায়রুল কবির রানা,সাহিনুর আলম লিটন,মাহাফুজার রহমান দুলু,রবিউল ইসলাম রবি, তোজান্মেল হক তজু আব্দুর রহিম,ফরিদ হোসেন চাদ, ফরহাদ আহমেদ সহ নিউ ইঞ্জিনিয়ার  সুশীল ও সচেতন মহল, এদিকে  ২০নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম এ প্রতিবেদককে জানান আজ এই উন্নয়ন আমাদের প্রাণপ্রিয় সির্টিমেয়র আলহাজ্ব বীরমুক্তিযোদ্বা সরফুদ্দিন আহমেদ ঝন্টু সাহেবর অবদানে রংপুর সিটিতে উন্নয়নের কাজ অব্যাহত থাকবে । পাশাপাশি ওয়ার্ডের সকল নাগরিককে এই পানি পাইপ লাইনের মাধ্যমে ব্যাবহারের জন্য বিশেষভাবে আহবান জানানো হল ।নিউ  ইঞ্জিনিয়ার পাড়াবাসী মেয়র ও ২০ নং কাউন্সিলর তৌহিদুল ইসলামকে ধন্যবাদ জানান ।  

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 6664439939944674633

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item