রংপুরে শীতকালীন মহড়া প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী

হাজী মারুফ রংপুর ব্যুরোঃ

রংপুরে বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়া প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে রংপুরের পাগলাপীরে খলেয়া হেলিপ্যাডে পৌঁছায়।
সেখানে সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা তাকে স্বাগত জানান।
দুপুর সাড়ে ১২টায় সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘ব্রিগেড গ্রুপ আক্রমণ’  মহড়া দেখেন প্রধানমন্ত্রী। সম্মুখ সমরে শত্রুবাহিনীর হাত থেকে কীভাবে ভূখণ্ড উদ্ধার করা হয়, সেই কৌশলের অনুশীলন করে দেখান সেনাবাহিনীর সদস্যরা।   

মহড়া দেখার পর ৬৬ পদাতিক ডিভিশনের দরবারেও অংশ নেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ ও প্রেস সচিব ইহসানুল করিম রংপুরে শেখ হাসিনার সঙ্গে রয়েছেন।

রংপুর সফর শেষে বিকালে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 4274412053497523883

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item