টেপ্রীগঞ্জে আনন্দ লোক বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

টেপ্র্রীগঞ্জে আনন্দ লোক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।  ২৪জানুয়ারী রবিবার বেলা ১২টায় দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের চতুরাডাঙ্গী গ্রামের ভাষা শহীদ আবুল বরকত আনন্দ লোক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সেনা সদস্য মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম রহমান সরকার। বিশেষ অতিথি জমিদাতা তাছের আলী, ইউপি সদস্য দিলরুবা বেগম, ম্যানেজিং কমিটির সদস্য ইনছান আলী, নুর ইসলাম। শিক্ষকদের মাঝে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন জয়েনউদ্দিন শেখ, বুলবুল হোসেন, শ্যামলী রানী প্রমূখ। এছাড়াও উক্ত বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রীর অবিভাবকগণ উপস্থিত ছিলেন। প্রথমে জাতীয় সঙ্গীত ও কুছকাওয়াজ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

পরে শিশু শ্রেনী ও ৬ষ্ঠ শ্রেনীর নবাগত ছাত্র/ছাত্রীদের ফুলের মালা এবং কপালে টিপ পরিয়ে বরণ করেন অতিথিগণ। ২০১৩ সালে নির্মিত বিদ্যালয়টি শিক্ষার মান উন্নয়নে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। শিশু শ্রেনী ও অষ্টম শ্রেনী মিলে মোট ২৫০জন ছাত্র/ছাত্রী রয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে ছাত্র/ছাত্রী সংখ্যা বাড়লেও সে হারে শ্রেনী ক বাড়েনি। নগন্য সংখ্যক শ্রেনী ক দিয়ে পাঠদান কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে শিকদের। নতুন শ্রেনী কক্ষ নির্মান সহ নানা প্রস্তাপনা তুলে ধরেন এলাকাবাসী। বিষয়টি আশু সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রধান অতিথি। বক্তাগণ শিার মান উন্নতকরে দেশ ও জাতীর কল্যানে বলিষ্ঠ অবদান রাখার পরামর্শ প্রদান করে

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 588170347338447948

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item