নীলফামারীতে বাল্য বিয়ে॥ মেয়ের বাবার সাজা

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারীঃ
মেয়ের বাল্য বিয়ে দেয়ায় ভ্রাম্যমান আদালতে মেয়ের বাবা আশরাফুল ইসলামকে(৫৫) ১৫ দিনের বিনাসশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালকের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী। আজ বুধবার সকালে এই সাজা দেয়া হয়। সাজা প্রাপ্ত ব্যাক্তি সদরের খোকশাবাড়ি ইউনিয়নের হালির বাজার গ্রামের বাসিন্দা।  অভিযোগ মতে তিনি জেলা সদরের টুপামারী ইউনিয়নের দুবাছুরি গ্রামের সামচ্ছুদিনের পুত্র রুবেল ইসলাম(১৯) সাথে মেয়ের বিয়ে দেন গত শনিবার রাতে। সেখান ভ্রাম্যমান আদালত অভিযান চালালে মেয়ের বাবা ও বর  পালিয়ে যায়। এ সময়  আটক হয়েছিল বরের বাবা সামচ্ছুদ্দিন ও দুলাভাই। ফলে তাদের একই ঘটনায় ওই দিন ১৫ দিন করে বিনাসশ্রম কারাদন্ড দেয়া হয়। তারা জেল হাজতে রয়েছে।এবার একই ঘটনার জেলে গেল মেয়ের বাবা।#

পুরোনো সংবাদ

নীলফামারী 7495012856306538374

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item