হরতাল নেই নীলফামারী জুড়ে ॥ জীবনযাত্রা স্বাভাবিক

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৭ জানুয়ারী॥
জামায়াতের ডাকা আজ বৃহস্পতিবার সকাল সন্ধ্যার নামসর্বস্ব হরতাল শুরু হয়েছে।  কিন্তু হরতালের কোন প্রভাব নীলফামারী জেলার ৬ উপজেলা জুড়ে দেখা যায়নি। বাস্তব চিত্র হলো জেলার বিভিন্ন রুটের সড়ক গুলোতে সকল ধরনের যানবাহন চলাচল করছে। সাধারণ মানুষ এখন আর এই কর্মসূচির তোয়াক্কা করছেন না। গাড়ি চলছে, দোকানপাট খুলছে। ব্যাংকবীমা অফিস আদালত চলছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে। যা জীবনযাত্রা স্বাভাবিক নিয়মে চলছে।জেলার অভ্যান্তরিন রুটে অটোরিকশা, রিকশা ও অন্যান্য যানের সাথে বাস ট্রাক যেমন চলছে তেমনি দুরপাল্লার যাত্রীবাহী কোচ/ আন্ত জেলা বাস-ট্রাক চলাচল করছে। নীলফামারী থেকে ঢাকা,খুলনা,রাজশাহী পথে আন্তঃনগর ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে গেছে। হরতালের সমর্থনে কোথাও কোনো পিকেটিং নেই। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলা মোটর মালিক সমিতির পক্ষে জানানো হয় সব রুটেই গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। জেলা পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন খান বলেন, হরতালে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। এর পরও শহর ও মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
উল্লেখ যে যুদ্ধাপরাধ মামলায় আপিল বিভাগের চূড়ান্ত রায়ে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ড বহাল রাখার প্রতিবাদে এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 8336729171299893507

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item