নীলফামারী জেলা সদরকে বাল্যবিবাহ,যৌতুক ও মাদকমুক্ত এলাকা ঘোষনা করতে সংলাপ

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারীঃ 

চলতি বছরের আগামী ১৮ মার্চ নীলফামারী জেলা সদরকে বাল্যবিবাহ,যৌতুক ও মাদকমুক্ত এলাকা ঘোষনা হতে যাচ্ছে। এই তিনটি বিষয়ে সমাজের সকল সেক্টরের নেতৃবৃন্দকে একটি মঞ্চে হাজির করে শনিবার একটি সংলাপ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। সকাল ১১টা থেকে ৩ ঘন্টা ব্যাপী জেলা সদরের শহীদ মিনার চত্বরে সংলাপ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সাংবাদিক তাহমিন হক ববির সঞ্চালনায় প্রায় ৫ হাজার নারী পুরুষের উপস্থিতিতে এবং বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে সকল সেক্টরের নেতৃবৃন্দ শুধু আইন প্রয়োগ করে নয়, সচেতনতার মাধ্যমে জেলা সদরের ১৫টি ইউনিয়ন ও পৌরসভাকে বাল্যবিবাহ,যৌতুক ও মাদকমুক্ত এলাকা হিসাবে ঘোষনার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি এসব প্রতিরোধে প্রতিবন্ধকতা গুলোকে চিহিৃত করেন এবং সমাধানে সকলে একমত পোষন করেন।
সংলাপের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী। শুভেচ্ছা বক্তব্য দেন ল্যাম্ব প্রকল্পের প্রোগ্রাম অফিসার বোরহান মৃধা, প্ল্যান ইন্টারন্যাশনালের রংপুর বিভাগের প্রধান প্রতিনিধি নজরুল ইসলাম।  সংলাপের মঞ্চে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক,ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডঃ আলিমুদ্দিন বসুনিয়া, সাধারন সম্পাদক এ্যাডঃ আবু সোয়েম, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিজ্ঞ পিপি এ্যাডঃ রমেন্দ্র বর্ধন বাপী,মাদক নিয়ন্ত্রন জেলা অফিসের উপ-পরিচালক, জেলা রেজিষ্টার, নিকাহ রেজিট্রার, জনপ্রতিনিধি, সুশিল সমাজ, নারী ফোরাম, কিশোর কিশোরী ফোরাম, ঘটক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, মহিলা বিষয় কর্মকর্তা, স্কুল ও কলেজের শিক্ষক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রমুখ।

পুরোনো সংবাদ

নীলফামারী 6345132572204790374

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item