নীলফামারীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ঃ

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবীতে নীলফামারীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি নীলফামারী জেলার শাখার পক্ষে ডিসির মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে জেলার ৬ উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা অংশ নেয়। মানববন্ধন চলাকালিন সমাবেশে বক্তারা বলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা চালুর গত ৩০ বছর থেকে তারা জাতীয় স্কেলের বেতন থেকে বঞ্চিত হয়ে রয়েছে। তাই তাদের দাবি পুরনের জন্য তারা বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা করেন। বক্তব্য রাখেন ওই সমিতির জেলা সভাপতি আবু মুসা ভুঁইয়া, জেলার সাধারন সম্পাদক আব্দুল হামিদ,সৈয়দপুর উপজেলার আজিজুল ইসলাম, কিশোরীগঞ্জ উপজেলার সামছুল হক, জলঢাকা উপজেলা তরিকুল ইসলাম, ডিমলা উপজেলার আবু বক্কর সিদ্দিক,ডোমার উপজেলার আব্দুল জলিল। মানববন্ধন শেষে শিক্ষকরা ডিসি অফিস গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিবের মাধ্যমে শিক্ষা মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8596179390644049755

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item