নীলফামারীতে শিশু অধিকার বিষয়ে সংবাদ সম্মেলন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ॥
শিশু সুরক্ষা, বিনোদন, শিক্ষা ও স্বাস্থ্য সেবা সহ পাঁচটি বিষয়কে চিহিৃত করে এসবের সমস্যা দুরিকরনে সহযোগীতা কামনা করে সংবাদ সম্মেলেন করেছে নীলফামারীর ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) কমিটির শিশু সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় নীলফামারী শিশু একাডেমীর হল রুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কমিটির সভাপতি মোজাহিদুল হাসান লিখিত বক্তব্যে বলেন নীলফামারী শিশু একাডেমী, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সেভ দ্যা চিলড্রেনের সহযোগীতায় ১৮ বছরের নিচে বর্তমানে নীলফামারীতে ৫৭৫ জন শিক্ষার্থী  এই কমিটির সদস্যরা শিশু সুরক্ষায় কাজ করে যাচ্ছে। জেলা সদরের বিভিন্ন সেক্টরে কাজ করতে গিয়ে  ৫টি মৌলিক বিষয়ের সমস্যা চিহিৃত করা হয়েছে।  এর মধ্যে শিশু শ্রম বৃদ্ধি পাওয়ায়,বাল্য বিয়ে ,অনলাইনে জন্ম নিবন্ধনে উদবুদ্ধ করা ,হাসপাতালে শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সংকট এবং শিশু বিনোদন পার্ক না থাকা। এসব অচিরেই সমাধান প্রয়োজন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমিটির সাধারন সম্পাদক শিশু শিক্ষার্থী রাবেয়া খানম মিষ্টি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিম, সাংবাদিক তাহমিন হক ববি। সংবাদ সম্মেলনে পূর্বে এনসিটিএফ এর সকল সদস্যরা শহরে একটি র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 3452732136605424536

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item