রংপুরে নজিরবিহীন সকাল-সন্ধ্যা হরতাল

হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস :


রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসিরকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের বৃহস্পতিবার রংপরে সকাল-সন্ধ্যা হরতাল হয়েছে। সকাল থেকে নগরীতে কোন ধরণের যানবাহন চলাচল করেনি। এমনকি খিলিপান, কাঁচাবাজার, হোটেল-রেস্তোরা, ঔষধের দোকানসহ সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। হরতালে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাসহ সরকারি-বেসরকারি অফিস ও আদালতে প্রায় জনশুন্য দেখা গেছে। জাপার ডাকা হরতালে রংপুরের ভিতর দিয়েও কোন ধরণের যানবাহন চলাচল করতে পারেনি। সকাল থেকে হরতালের সমর্থনে নগরীর বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল হয়েছে। নগরীর প্রবেশদ্বারে জাতীয় পার্টির নেতাকর্মীরা জড়ো হয়ে ছিল।
এদিকে, হরতালের সমর্থনে সকাল সোয়া ১০টায় নগরীর শাপলা চত্বর থেকে বিশাল মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন মাষ্টার, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জাপা নেতা রানা মারুফ মুকুল, জাহিদুল ইসলাম, খোরশেদ আলম, লোকমান হোসেন, আবুল কাশেম, আব্দুর রহিম বাবলু, যুব নেতা কাজী জাহিদ হাসান লুসিড, জেলা শ্রমিক নেতা রাজু আহম্মেদ রাজু, মহানগর জাতীয় যুব সংহতি নেতা ইউসুফ আহমেদ, ফুলবাবু প্রমূখ। পরে তারা সেখানে অবস্থান নিয়েছিল।
অপরদিকে, হরতালে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন থাকাসহ প্রতিটি সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ছিল। আবার এ ঘটনাকে নিয়ে পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম বেলা সাড়ে ১১টায় তাঁর অফিস মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন। 
উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজ শেষে জাপা নেতা ইয়াসির তার বাবার কবর জিয়ারত করতে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে যান। সেখানে কবর জিয়ারত শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে একদল সন্ত্রাসী তার মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

পুরোনো সংবাদ

রংপুর 5345770477800204288

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item