জলঢাকায় অনাথ আশ্রম “চাঁদমনি” কন্যাদের সময় দিলেন অভিনয় শিল্পী ভাবনা

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধি :

চাঁদমনি অনাথ আশ্রমের কন্যাদের সাথে কিছু সময় কাটিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী আশ্না হাবিব ভাবনা। নিজ গ্রাম ঘুরতে এসে রবিবার বিকেলে উপজেলার চাওড়াডাঙ্গী এলাকায় ঝড়ে পড়া কন্যা শিশুদের আপন ঠিকানা চাঁদমনি আশ্রমের কথা শুনে ছুটে যান সেখানে ভাবনা। এ সময় চাঁদমামা বলে পরিচিত অনাথ আশ্রম চাঁদমনি প্রতিষ্ঠাতা সাবেক ব্যাংক কর্মকর্তা পিজিরুল আলম দুলাল ফুলের শুভেচ্ছা দিয়ে ভাবনাকে অভিনন্দন জানান। এর পর অনাথ কন্যাদের সাথে নিয়ে চাঁদমনি আশ্রমের পুরোটাই ঘুরে দেখেন তিনি। এলাকার মেয়ে ভাবনাকে কাছে পেয়ে অনাথ কন্যারা অনেকটা আনন্দে আত্মহারা হয়ে পরে। আশ্রমটির প্রতিষ্ঠাতা ও পরিচালক পিজিরুল আলম দুলাল ও আশ্রিত কন্যাদের সাথে বিভিন্ন মতবিনিময় করেন ভাবনা। এ সময় স্থানীয় সাংবাদিকরাও আলোচনায় অংশ নেন। ভাবনা জানান, অনাথ কন্যা শিশুদের জন্য এমন দৃষ্টান্ত এর আগে দেখিনি। তিনি আরও বলেন অভিনয়ের পাশাপাশি এলাকার অনাথ কন্যা শিশুদের নিয়ে  ভবিষ্যতে এরকম কর্ম পরিকল্পনা আমারও রয়েছে। আর সেটা যদি হয় নিজ গ্রাম তা হলে মাঝে মাঝে এসে তাদের পাশে সময় দেওয়া যাবে। এর আগে সকালে পৌর শহর এলাকায় ড্রীমল্যান্ড শিশু নিকেতন একটি স্কুল পরিদর্শন করেন ভাবনা। সেখানেও ুদে শিার্থীরা ফুলে ফুলে বরণ করে ভাবনাকে। স্থানীয় মেয়র ইলিয়াস হোসেন বাবলু, সমকাল জলঢাকা সংবাদদাতা ও অভিনয় শিল্পী ভাবনার চাচা হাসিবুল ইসলাম, প্রেসকাব সহ-সাধারণ সম্পাদক আবেদ আলী, যায়যায়দিন প্রতিনিধি মনিরুজ্জামান লেবু, ইত্তেফাক সংবাদদাতা তাইজুল ইসলাম তাজু, কালের কন্ঠ প্রতিনিধি আসাদুজ্জামান স্টালিন ও ড্রীমল্যান্ড শিশু নিকেতনের প্রধান উপদেষ্টা মর্তুজা ইসলামসহ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উলেখ্য অভিনয় শিল্পী আশ্না হাবিব ভাবনা চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবিবের কন্যা। ভাবনা দীর্ঘদিন থেকে অভিনয়ের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন। বাংলাদেশ টেলিভিশন সহ বে-সরকারী টেলিভিশনে তার অনেক জনপ্রিয় নাটক প্রচারিত হয়েছে। আগামী ২১ শে ফেব্র“য়ারী ভাষা আন্দোলনের উপর অংকার নামে একটি নাটক বে-সরকারী চ্যানেলে প্রচারিত হবে।এরই মধ্যে চিত্র পরিচালক অনিমেষ আইচের “ভয়ংকর সুন্দর” নামে একটি চলচিত্রে ভারতের অভিনেতা অংকুষ এর বিপরীতে অভিনয় করছেন। ভাবনা নীলফামারীর জলঢাকা উপজেলার মৃত মজিবুর রহমানের নাতনী।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 3147710888546401509

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item