জলঢাকায় ভুমিদস্যু কর্তৃক জমি দখলের অভিযোগ।

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধি :
নীলফামারীর জলঢাকায় রোপনকৃত গাছ কর্তন ও গমতে নষ্ট করে জোরপুর্বক জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। এলাকার চিন্হিত ভুমিদস্যু সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র ব্যবহার করে জমি দখল
করছে এমনকি তাদের অত্যাচারে অসহায় হয়ে পড়েছে দুইটি পরিবার। ঘটনাটি ঘটেছে ৯ জানুয়ারি শনিবার সকালে উপজেলার কৈমারী ইউনিয়নের রথবাজার ৪ নং ওয়ার্ডের বালাপাড়ায়। অভিযোগ সুত্রে জানাযায় বালাপাড়ারর বাসিন্দা মৃত ইছা মিয়ার ছেলে আহসানুল হক মানিক ( ৩৭ ) এক বছর পুর্বে পার্স্ববর্তি টটুয়াপাড়া এলাকার জাহাঙ্গীর আলম
রুবেলের স্ত্রী রিজভি বেগমের কাছ থেকে ২৯ অক্টোবর ২০১৫ তারিখের ৭২৫১ রেজিস্ট্রি কবলা সুত্রে তফসিল বর্নিত নালিশী ৮৩ শতক জমি ক্রয় করেন। তারমধ্য ৩৩০৪ দাগের ১৩ শতক জমিতে গম রোপন করে জাল দিয়ে ঘেরাও করে রাখে মানিক। ঘটনার দিন উক্ত জমি নিজের বলে দাবি করে স্হানীয় ভুমিদস্যু সফিকুল ইসলাম সবুজ ( ৬০) তার সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী নিয়ে বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে আহসানুল হক মানিকের জমির ফসল নষ্ট করে ঘেরাও কৃত জাল ছিরে
জোরপুর্বক খুটি গারিয়া দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। এ বিষয়ে মানিকের সাথে কথা হলে তিনি বলেন ১নং আসামি সবুজ তার সাথে থাকা পিস্তল বের করে আমাকে গুলি করতে উদ্দত হইলে প্রত্যদর্শীরা আমাকে রা করে। এছারাও গত ৫ জানুয়ারি  পার্স্ববর্তি এলাকার সাইফুল ইসলামের ছেলে হাসানুজ্জামানের (৩০) একই দাগে ক্রয়কৃত ৮ শতক জমির মধ্যে বড় বড় বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে প্রায় ৬৫ হাজার টাকার তি করে তারা।এ ব্যাপারে জলঢাকা থানার তদন্ত কর্মকর্তা  মফিজ উদ্দীনেরসাথে কথা হলে তিনি বলেন ঐ ঘটনায় পৃথকপৃথক ভাবে তিনটি অভিযোগ পেয়েছি । তদন্তের জন্যে এসআই হাবিবকে দায়িত্ব দিয়েছি।

পুরোনো সংবাদ

নীলফামারী 3895558316447690220

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item