দলীয় প্রতীকে ইউপি নির্বাচনে আগ্রহী আ.লীগ-বিএনপি

পৌর নির্বাচন শেষ হতে না হতেই ইসির দ্বারে কড়া নাড়ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত না হলেও প্রধান দুই রাজনৈতিক দলই আগ্রহী দলীয় ভিত্তিতে নির্বাচনের। তবে তৃণমূল পর্যায়ের এই নির্বাচন দলীয় ব্যানারে হলে তার ফল ভালো হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।

প্রথমবারের মতো দলীয় ব্যানারে পৌরসভা নির্বাচনে নিজেদের সাফল্য তো আছেই পাশাপাশি এর মধ্যমে তৃনমূল পর্যায়ে দল আরো সুসংগঠিত হয়েছে বলে মনে করে মতাশীল আওয়ামী লীগ।

অপর দিকে সরকারের কারচুপির কারণে নির্বাচনে নিজেদের ভরাডুবি দাবি করে এর মাধ্যমে দল পুনর্গঠন প্রক্রিয়া তরান্বিত হয়েছে বলে মনে করে বিএনপি। আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনও দলীয় ভিত্তিতে করার পইে অবস্থান এই প্রধান দুই রাজনৈতিক দলের।

যদিও দলীয় প্রতীকে স্থানীয় পর্যায়ের সর্বনিম্ন স্তরের নির্বাচনকে নেতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

সাবেক নির্বাচন কমিশন সাখাওয়াত হোসেন বলেন, 'এতে করে সামাজিক বন্ধন নষ্ট হবে। দলীয় প্রতীকে পৌরসভা পর্যন্ত রাখলেই ভালো হয় বলে আমি মনে করি। ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয় করাই ভালো।'

তবে বিধি চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনার করা উচিত বলে মনে করেন তিনি।

পুরোনো সংবাদ

নিবিড়-অবলোকন 3733104147723673421

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item