ইবিতে শুক্রবারেও ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত

হুমায়ুন কবীর জীবন,ইবি প্রতিনিধি :
৮ম জাতীয় বেতন কাঠামোতে শিক্ষকদের অবমূল্যায়ন ও স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে শিক্ষকদের ডাকা কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে আজ শুক্রবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অন্যান্য দিনের মতো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ।
ক্যাম্পাস সূত্রে জানা যায় শিক্ষক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবারেও ক্লাস-পরীক্ষায় অংশ গ্রহন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগেই সকাল থেকে যথানিয়মে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
আল-ফিক্হ বিভাগের মরিয়াম খাতুন বলেন,‘ শিক্ষকদের মর্যাদা রক্ষার আন্দোলনের জন্য আমাদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে শুক্রবারেও ক্লাস করতে পেরে আমি খুব আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন সমস্যার কারণে বিভিন্ন বিভাগে যে সেশনজট রয়েছে তা দুর করার জন্য দরকার আমাদের অবিভাবক তুল্য শিক্ষকদের আন্তরিকতা। আমরা চাই তারা আমাদের সেশনজট নামক কারাগার থেকে মুক্তির চেষ্ঠা চালিয়ে যাবেন।’
শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন বলেন,‘ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষার আন্দোলনে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকরা শুক্রবারেও ক্লাস-পরীক্ষা নিয়েছে।’
এছাড়া সকল বিভাগের চেয়ারম্যানদেরকে বিকেল বেলাও পরীক্ষা নেওয়া জন্য অনুরোধ করেছেন বলে জানান তিনি।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 1809970524679064580

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item