ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহিলা সহ শিশু আহত।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহিলা সহ শিশু আহত হয়েছে।এ বিষয়ে ডোমার থানায় একটি মামলা হয়েছে।মামলা সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড মিরজাগঞ্জ পশ্চিম পাড়া গ্রামে। সরেজমিনে যানাযায়, ২৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে  উক্ত গ্রামের রিকসা চালক হাফেজের ছেলে শফিকুল(৪) বাড়ীর পার্শ্বে খেলতে গেলে প্রতিবেশী  বাচ্চাউর স্ত্রী মহুবা বেগম ও আনারুলের স্ত্রী লায়লা শিশুটিকে মারপিট করে। এরই প্রতিবাদে শিশুটির মা, হাফেজের স্ত্রী সুফিয়া খাতুন এগিয়ে গেলে বাচ্চাউর স্ত্রী মহুবা, আনারুলের স্ত্রী লায়লা, আখি মুদ্দিনের ছেলে রেজাউল এবং ইসলামের ছেলে আনারুল সুফিয়াকে লাথি, কিল ঘুষি সহ বাশেঁর লাঠি দ্বারা বেধর মারপিট করে এবং ৩হাজার ৫শত টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। তাদের আঘাতে সুফিয়া পার্শ্বের ধান ক্ষেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। এলাকাবাসী তাকে উদ্ধার করে কিছুটা সুস্থ পরই অটো জোগে ডোমার থানায় যায়। থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেনকে বিষয়টি জানালে তিনি তার অবস্থা বেগতিক দেখে হাসপাতালে চিকিৎসার নেয়ার পরামর্শ দেয়। সুফিয়া ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩দিন থেকে চিকিৎসা নেয়ার পর বাড়ীতে গেলে তারা আবারো তাদের উপর মানুষিক নির্যাতন চালায় এবং তার ছোট ছেলে শফিকুলকে আহত করে। সুফিয়ার স্বামী দির্ঘদিন যাবত ঢাকা শহরে রিকসা চালকের কাজ করে। অভাবের সংসারে সুফিয়া ৩টি সন্তান নিয়ে  পুরাতন কাপড়ের ব্যবসা  করে অতি কষ্টে দিনাতিপাত করছে অপর দিকে প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ট। এরই প্রতিকার চেয়ে রবিবার ডোমার থানায় ৫জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তদন্ত কর্মকর্তা এএসআই মমোতাছের জানান, তদন্ত করে অভিযুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
#

পুরোনো সংবাদ

নীলফামারী 8328689396150996299

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item