চিলাহাটিতে পানির বালতিকে পড়ে শিশুর মৃত্যু

এ,আ্‌পলাশ/আবু ছাইদ,চিলাহাটী প্রতিনিধি/ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী প্রতিনিধি॥
ভরা পানির বালতিতে  পড়ে গিয়ে দুই বছরের শিশু কন্যা ইছামনির  মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টায় ঘটনাটি ঘটে নীলফামারীর  ডোমার উপজেলার চিলাহাটি বন্দরের কামাতপাড়ায়। শিশুটি বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রগতি প্রোগ্রামের চিলাহাটির শাখার কর্মকর্তা ইসরাইল হোসেনের মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানায়  চিলাহাটি বাজার সংলগ্ন কামাতপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের বাসায় এক মাস আগে ভাড়া নিয়ে স্ত্রী ও একমাত্র দুই বছরের মেয়ে ইসামনিকে নিয়ে বসবাস শুরু করেন, বেসরকারী সংস্থা ব্রাকের প্রগতি কর্মসুচির চিলাহাটি শাখার কর্মকর্তা ইসমাইল হোসেন।
শনিবার (২ জানুয়ারী) সকালে ইসমাইল হোসেন অফিসে যাওয়ার পর তার স্ত্রী শম্পা বেগম বাথরুমের বড় একটি বালতিতে পানি ভর্তি রেখে মেয়েকে ঘরে রেখে বাহিরে যান। সকাল ১০টার দিকে ঘরে ঢুকে মেয়েকে না দেখে খুঁজতে থাকেন। পরে বাথরুমের পানি ভর্তি বালতিতে মেয়ের পা উপরদিকে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় স্থানীয় চিকিৎসালয়ে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় বাসিন্দা তোজাম্মেল হোসেন (৫৫) বলেন, ইসমাইল হোসেন বাড়ি পাবনা জেলা সদরের কাজিকাটায়। ঘটনার পর  শিশুটিকে গ্রামের বাড়িতে দাফনের জন্য দুপুরের পর শিশুটির কফিন নিয়ে  পরিবারটি পাবনার উদ্যেশ্যে রওনা দেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 2688648731879465855

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item