ডোমারে বিলুপ্ত ছিট মহলে কিটনাশক দিয়ে ফসল নষ্টের অভিযোগ।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে বিলুপ্ত ছিট মহলে কিটনাশক দিয়ে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে,  উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ সংলগ্ন ২নং কোট ভাজনী বালাসুতি পাড়া গ্রামে। সরেজমিনে যানাযায়, উক্ত গ্রামের মোহাম্মদ আলীর পুত্র আব্দুল কাদের ৩বিঘা জমি দির্ঘদিন যাবত চাষ আবাদ করে আসছে। গত ১০জানুয়ারী পূর্ব শক্রুতার জেরে রাতের অন্ধকারে কিটনাশক স্প্রে করে ভুট্টা ক্ষেত বিনষ্ট করার চেষ্টা চালায়। আব্দুল কাদের কৃষি অফিসের পরামর্শ নিয়ে পরিচর্চার মাধ্যমে ফসলটি পূর্ণজীবিত করে।  অপর দিকে ছিট মহল বিলুপ্ত হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে কিছু টাউট বাটপার সন্ত্রাসী কিছিমের লোক নওঁগা জেলার ধামইরহাট থানার পলাতক আসামী মৃত দেলবর খাঁর পুত্র চান খাঁ,  মালপাট খাঁ সহ তাদের দলের নুর আলম, নুর ইসলাম, ইছাহাক, রবিউল দলবদ্ধ হয়ে এসব ঘটিয়ে বিলুপ্তি সিট মহলের জমি দখলের পায়তারা করছে বলে আব্দুল কাদের অভিযোগ করেন। মামলা সুত্রে যানাযায়, গত ১৭/০৪/০৭ সালে ধামইরহাট চৌঘাট গ্রামে মৃত কুদু ফকিরের ছেলে ফজলের বাড়ীতে সন্ত্রাসী হামলা চালায় এবং তাদের মারধর করে বাড়ীতে লুটপাট চালায়। ফজল বাদী হয়ে চান খাঁ, মালপাট খাঁ সহ তার দলের ১৮জনকে আসামী করে ধামইরহাট থানায় ১১/০৫/০৭ তারিখে মামলা নং-০৬ দায়ের করে। সেই থেকে তারা পুলিশের ভয়ে ছিটমহলে আতœগোপন করে আছে। এর আগে তারা ডিমলা থানার  কলোনী এলাকায় দির্ঘদিন ছিল, সেখানেও তারা এধরণের ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসী জানান। বাংলাদেশ সরকার  ছিট মহল বিলুপ্তি করার পর থেকে অন্যের জমির উপরে তাদের লোভ লালসা বেড়ে যায়। তাদের অত্যাচারে নিরাপত্তাহীনতায় ভুগছেন আব্দুল কাদেরের পরিবার। বিষয়টি আশু সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 3870418906228392255

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item