ডোমারে যৌতুকের দাবীতে নির্যাতন, মা ও শিশুর মানবেতর জীবন যাপন।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতন, শিশু সহ মানবেতর জীবন যাপন করছে নির্যাতিতা চায়না বেগম। নির্যাতিতা চায়নার অভিযোগ থেকে যানাযায়, উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের কাজীর হাট চান্দখানা সরকার পাড়া গ্রামের মফিজুল ইসলামে কন্যা চায়না বেগমের সাথে দেবীগঞ্জ উপজেলার কোটভাজীনী হাজীর হাট এলাকার বুলু মিয়ার পুত্র আনারুল ইসলামের সাথে ২০/০১/২০১৪ ইং তারিখে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকে যৌতুকের ৫০ হাজার টাকা ও বাই সাইকেলের সুত্র ধরে আনারুল তার মা আনোয়ারা, বাবা বুলু মিয়া নববধুর উপরে শারিরিক ও মানষিক নির্যাতন চালায়। বিষয়টি চায়না পিতাকে জানালে গরীব পিতা জামাইয়ের চাহিদা মিটাতে অপারকতা প্রকাশ করলে, তারা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। গত ১৩আগষ্ট তুচ্ছ ঘটনকে কেন্দ্র করে শশুর শাশুরী ও স্বামী মিলে গর্ভবতী চায়না বেগমকে বেধড়ক মারপিট করে বাড়ী থেকে দেয়, টাকা আনতে না পালে বাড়ীতে ঢুকতে দিবেনা বলে সাফ জানিয়ে দেয়। চায়না বেগম বাবার বাড়ীতে থাকা কালীন অবস্থায় একটি কন্যা সন্তানের জন্ম দেয়। সালিশ বসিয়ে ১মাস পরে নিয়ে যায় চায়না ও তার সন্তানকে। গত ৯অক্টোম্বর শাশুরী আনোয়ারা ছেলেকে ফুসলিয়ে দিয়ে ঘড়ের দরজা বন্ধ করে চায়না বেগমকে বেধড়ক মারপিট করে এবং গলায় ছুরি লাগিয়ে হত্যার হুমকিদেয় বলে অভিযোগ চায়নার। শেষে শিশু সন্তানকে কেড়ে নিয়ে গলা ধাক্কা ও মারধর করে আবারো বাড়ী থেকে বের করে দেয়। প্রতিবেশী সন্তানকে তার মায়ের কাছে এনে দেয়। চায়না বেগম প্রানের ভয়ে পালিয়ে আসে। সেই থেকে ৪মাস ধরে মা ও শিশু মিলে মিরজাগঞ্জ তার মামার বাড়ীতে মানবেতর জীবন যাপন করছে। চায়না বেগম স্বামী ও সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চায় কিন্তু বাঁধসাধে নিয়তি। যৌতুক লোভী স্বামীর, শশুর ও শাশুরীর দৃষ্টান্ত মূলক শাস্তির  জোর দাবী জানিয়েছেন চায়নার পিতার পরিবার।

পুরোনো সংবাদ

নীলফামারী 4168532476316398366

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item