বই উৎসব হয়নি ডোমারের দক্ষিণ চান্দখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

এ.আই পলাশ  ঃ
 আশেপাশের বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা যখন নতুন বই হাতে পাওয়ার
 আনন্দে মাতোয়ারা ঠিক সেদিন সেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা খালি হাতে ফিরলো বিদ্যালয় থেকে।নীলফামারী জেলার ডোমার উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিণ চান্দখানা (বোদাপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈবুর রহমান সরকারী নির্দেশকে অমান্য করে তার শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বই উৎসব পালন না করে শিক্ষা প্রতিষ্ঠানটিকে বন্ধ রেখে নিজের খেয়াল খুশি মত চালানোর অভিযোগ পাওয়া গেছে। একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও  গত ১/০১/২০১৬ইং  বর্তমান সরকারের বই উৎসবটি পালিত না করে তিনি ২০১৫ইং ডিসেম্বর মাসের ২৯ /১২/২০১৫ ইং থেকে ২/১/২০১৬ইং বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন।অথচ বর্তমান সরকার গ্রামাঞ্চলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল বাংলাদেশর আওতায় আনার লক্ষ্যে ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানা গেছে, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক  ডোমার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের তদবির নিয়ে জেলা উপজেলা এবং ঢাকাসহ অফিসে যাওয়ার কাজে ব্যস্ত থাকেন। নিজের শিক্ষা প্রতিষ্ঠনে চারজন শিক্ষক শিক্ষিকা ও ম্যানেজিং কমিটি থাকলেও তাদেরকে তিনি কোনপ্রকার তোয়াক্কা না করে  নিজের খেয়াল খুশিমত প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন যাবত। এব্যাপারে ডোমার উপজেলা শিক্ষা কর্মর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে শিক্ষকদের মাহালিয়া হিসেবে আঙ্খায়িত করেন। অপরদিকে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটির এলাকায় গিয়ে অভিভাবকদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, একটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠনে দেখা শুনার জন্য ম্যানিজিং কমিটি থাকে অথচ প্রথান শিক্ষক এই ম্যানিজিং কমিটির কোন তোয়াক্কা করেন না এবং প্রতিনিয়ত তিনি নিজেই স্কুল ফাকি দিয়ে তার কাজ নিয়ে ব্যাস্ত থাকেন সেই কারণেই বাকি শিক্ষকরাও শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে মনোযোগী নয়। এব্যাপারে শিক্ষা বিভাগের  উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্ঠি দেওয়া একান্ত প্রয়োজন।

পুরোনো সংবাদ

নীলফামারী 8172875888262051178

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item