২০৪০ সালের আগেই বাল্যবিয়ে নির্মূল হবে: দীপু মনি

ডেস্ক রিপোর্ট:
২০৪০ সালের আগেই দেশ থেকে বাল্যবিয়ে নির্মূল হবে বলে আশা প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি। গতকাল সোমবার ভারত মহাসাগরসহ উপকূলীয় বিভিন্ন দেশের নৌবাহিনীর কর্মকর্তাদের স্ত্রীদের অংশগ্রহণে বাংলাদেশি নারীদের মতায়ন বিষয়ে ঢাকায় আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। এতে বাল্যবিয়ে নির্মূলের ওপর জোর দিয়ে দীপু মনি বলেন, বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকারের কারণে বাংলাদেশে নারীরা শিা, স্বাস্থ্য, চাকরি ও রাজনীতিতে আগের চেয়ে ভালো করছে। কিন্তু এখনও বাল্যবিয়ে চলছে। এটা মেয়েদের ভবিষ্যৎ সমতাকে ছিনিয়ে নিচ্ছে। বাল্যবিয়ে প্রতিরোধে দেশে আরও কঠোর আইন প্রণয়ন করা হয়েছে জানিয়ে বাল্যবিয়ের প্রভাব কমে আসছে বলে মন্তব্য করেন বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। আওয়ামী লীগ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে বাল্যবিয়ে নির্মূলের অঙ্গীকার করেছেন। কিন্তু আমি মনে করি, এটা তারও আগে ভালোভাবে বন্ধ হবে। উপকূলীয় ৩২ দেশের নৌবাহিনী প্রধান, ঊর্ধ্বতন নৌ কর্মকর্তা এবং সমুদ্র বিষয়ক অনেক আন্তর্জাতিক সংস্থার প্রধানদের নিয়ে সোমবার ঢাকার একটি হোটেলে শুরু হয়েছে তিনদিনের দ্বিবার্ষিক সিম্পোজিয়াম, যার উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংস্থা সিম্পোজিয়ামে অংশ নেওয়াদের স্ত্রীদের জন্য নৌ-সদর দপ্তরে এই কর্মশালার আয়োজন করে। এতে অংশগ্রহণকারীদের এক প্রশ্নের জবাবে দীপু মনি নারীর অগ্রগতিতে ধর্মের অপব্যাখ্যা এবং পরিবারগুলোর 'প্রথাগত চিন্তা'কে চ্যালেঞ্জ হিসেবে মন্তব্য করেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 242132171271124683

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item