অবশেষে দেশে ফিরল পাচারের শিকার ১৫ শিশু-কিশোর

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:-
  অবশেষে পাচার হওয়া শিশু দেশে(বাংলাদেশে) ফিরল। ভারতের বালুরঘাট শুভায়ণ অবজারভেশন হোমে, দীর্ঘ দুই বছর আটক থাকা ছিল ঐ ১৫ শিশু-কিশোর। ভারত ও বাংলাদেশের পরস্পরের বৈঠকের মাধ্যমে এ ১৫ শিশু-কিশোরকে ফেরত দেওয়া হয়।

দেশে ফিরে আসা ১৫ শিশু-কিশোরেরা হলো, ঢাকার মুগদার
ফইজাল খান, সবুজবাগের রেফাত হোসেন, যাত্রাবাড়ীর স্বপন, কুষ্টিয়ার মিরপুরের শহিদুল ইসলাম, মোহাম্মদ মানিক, ঝন্টু, আশরাফুল মোল্লা, চুয়াডাঙ্গার দর্শনার জিল্লুর রহমান, যশোহরের রানা শেখ, কুড়িগ্রামের ফুলবাড়ীর কার্তিক কুমার, প্রসনজিৎ বর্মণ, গাইবান্ধার গোবিন্দগঞ্জের মমিন ইসলাম, সুনামগঞ্জের রাসেল মিয়া,ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের অবিনাশ রায় এবং বরগুনার সাইফুল হাওলাদার।১৭ই জানুয়ারী(রবিবার) সকাল ১১টায় ভারতের হিলি অভিবাসন পুলিশ বাংলাদেশের হিলি চেকপোষ্ট অভিবাসন পুলিশের কাছে তাদের হস্তান্তরের, মাধ্যমে দেশে আসে। পরে তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়। হস্তান্তরকালে বিজিবি, বিএসএফ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পাচারকারীরা এসব শিশু-কিশোরদের ভারতে পাচার করে। একপর্যায়ে তাদের কাছে পাসপোর্ট ভিসা না থাকায় আইন-শৃংখলা বাহিনীর হাতে আটক হয় পাচারের শিকার শিশু-কিশোররা। পরে তাদের দেশে ফিরে আনার উদ্যোগ নেয় সরকার। যার ফলে পাচার ১৫ শিশু-কিশোরকে ফেরত আনা সম্ভব হয় বলে জানায়, দিনাজপুরের হিলি অভিবাসন কার্যালয়ের এক সূত্র।

অন্যদিকে ভারতের দণি দিনাজপুর জেলার বালুরঘাট চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর সুরজ দাশ সাংবাদিকদের জানায়, আটক বাংলাদেশি শিশুদের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের জেল-হাজতের পরিবর্তে, বালুরঘাট শুভায়ন অবজারভেশন হোমে (শিশু কল্যাণ আবাস) আটক রাখা হয়। একপর্যায়ে দুই দেশের সরকারের সহযোগিতায় তাদের দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া
হলে তারা নিজ দেশে ফিরে গেল। ফিরে যাওয়া শিশুদের অনেকেই ২ থেকে আড়াই বছর পর্যন্ত সেখানে আটক ছিল, বলে জানান তিনি।

এ দিকে হিলি অভিবাসন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)মোঃ রফিকুজ্জামান ১৭ইজানুরারী (রবিবার)সকাল ১১টার দিকে হিলি চেকপোষ্ট দিয়ে ভারতের হিলি অভিবাসন পুলিশ এই ১৫ শিশু-কিশোরকে হস্তান্তর করে।পরে তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়।তিনি আরো জানান, বাংলাদেশ সরকারের উদ্যোগের কারণে পাচার ১৫ শিশু-কিশোরকে দেশে আনা সম্ভব হয়।

পুরোনো সংবাদ

দিনাজপুর 2796998238278688758

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item