মানষিক ভারসাম্যহীন এই ছেলেটি তার পরিবারের ঠিকানা খুজে পেতে চায়

জয়নাল আবেদিন,গয়াবাড়ি,ডিমলা প্রতিনিধিঃ

লোকজনের দেয়া নাম সবুজ হলেও প্রকৃত নাম জানেনা কেউ।জানেনা তার ধর্ম।মানষিক ভারসাম্যহীন ছেলেটি  দীর্ঘ  ৩ বৎসর যাবত নীলফামারী জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নে মতির বাজার নামক স্থাানে রয়েছে। ছেলেটির বয়স অনুমানিক ৩০ বছর উচ্চতা অনুমানিক ৫.৪ ইঞ্চি গায়ের রং শ্যামলা। কিছুদিন  আগে ওই বাজারে  গয়াবাড়ী ফুল কলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাত যাপন করতো। এখন সে বাজারে  একটি পুরাতন কাঠের গুডামে রাত যাপন করে। ছেলেটি যদিও কথা বলতে  পারে  তবে নিজের নামটি ও সঠিকভাবে  বলতে পারে না তার কথায় বুঝা যায়না  ধর্মে সে মুসলিম না হিন্দু। তার বাড়ির ঠিকানা জানতে চাইলে  বলে, বগুড়া, চাঁদপুর,সিলেট,টাংঙ্গাইল ইত্যাদি। কয় ভাই যানতে চাইলে বলে আমরা ৩০/৩৫ ভাই, ভাইয়ের নাম জানতে চাইলে বলে, দিপক,জলিল,সুকুমার,ফুলকুমার ইত্যাদি । তবে তাকে ওই বাজারে তাকে সবুজ  নামে ডাকে, বাজারে তাকে সবুজ পাগলা নামে সবাই চিনে। বর্তমানে একটি কাঠ মিস্ত্রীর দোকনে টুকিটাকি কাজ করে। ওই দোকানের মিস্ত্রি শ্রী ভারত চন্দ্রও তাকে স্বস্নেহে দেখেশুনে রাখে এবং ভরনপোষন প্রদান করেন।তিনি ছেলেটির পরিবারকে খুঁজছেন তাকে ফিরিয়ে দেবার জন্য।যদি কোন সুহৃদয়বান ব্যাক্তি এই মানুষিক ভারসাম্যহীন ছেলেটির পরিবারের সন্ধান যানেন তবে এই ০১৭১৮৬৪৪১৯৬ নাম্বারে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ করেছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 4064814305932774562

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item