ডিমলায় মুক্তিযোদ্ধা হায়দার আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী,জাহাঙ্গীর আলম রেজা ডিমলাঃ
৭১ সালের স্বাধীনতা যুদ্ধে  ছয় নম্বর সেক্টরের  মুক্তিযোদ্ধা, পূর্ব ছাতনাই ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিদাল হায়দার আলী(৭০)কে শনিবার সন্ধ্যায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলোনীহাট গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। তিনি প্রথম দফার বিশ্ব ইজতেমায় অংশগ্রহন করেন। এরপর সেখান থেকে চিল্লায় যান শেরপুর জেলায়। গত বৃহস্পতিবার শেরপুরের একটি মসজিদে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন (ইন্নালিল্লাহি---রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
দাফনের আগে পূর্ব ছাতনাই উচ্চ বিদ্যালয়ের মাঠে পৃথক ভাবে পুলিশের একটি চৌকস দল ও সৈয়দপুর সেনানিবাসের অপর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও রেজাউল করিম, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক,ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খান সহ এলাকার শতশত মুসল্লি বৃন্দ।

পুরোনো সংবাদ

নীলফামারী 1618404905311307895

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item