ডিমলায় বাল্যবিয়ের আয়োজনে কনের বাবাকে জরিমানা

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ॥
বাল্যবিয়ের আয়োজন করায় নীলফামারীর ডিমলা উপজেলায় কনের বাবাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার ভোরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম এ জরিমানা করেন।
ডিমলা থানার ওসি রহুল আমিন খান জানান, শুক্রবার গভীর রাতে পশ্চিম ছাতনাই গ্রামের রশিদুল ইসলামের মেয়ে ও ছাতনাই কেরামতিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে একই গ্রামের তহিদুল ইসলামের ছেলে ফয়জুল ইসলাম (১৮) বিয়ের আয়োজন চলছিলো। এ সংবাদ জানতে পেরে উপজেলা (ইউএনও) রেজাউল করিম ও পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হয়। বিয়ের অনুষ্ঠান থাকা অনেকেই পালিয়ে গেলেও কনের বাবা রশিদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।
থানায় রশিদুল ইসলাম মেয়ের বাল্যবিয়ে দিবে না মর্মে মুচলেকা প্রদান করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫দিনের কারাদন্ড দেন। সঙ্গে সঙ্গে কনের বাবা জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 187312980410021082

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item