নীলফামারী জেলা প্রশাসকের চিলাহাটি দুইটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

এ.আই পলাশ ঃ
নীলফামারী জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুজিবুর রহমান, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা গত ১৮ জানুয়ারী ২০১৬ ইং দুপুর ১২টার দিকে আকষ্মিকভাবে নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি গার্লস্ স্কুল এন্ড কলেজ ও চিলাহাটি মার্চেন্টস সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক প্রাইমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এবং চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্র/ছাত্রীদের কাশ রুমে গিয়ে তাদের পড়াশুনার খোজ খবর নেন এবং কলেজ কর্তৃপক্ষকে সার্বিক সহযোগীতাসহ শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যাওয়া জন্য আশ্বাস প্রদান করেন। অপরদিকে চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের দখলে থাকা ৮২৯৬ নং দাগে ৫ শতক, ৮২৯৭ দাগে ৫ শতক, ৮২৯৮ দাগে ৭ শতকসহ সর্বমোট জমি ১৭ শতক খাশ জমির তদন্ত করেন।এসময় সরকারি খাস জমি কিভাবে শিক্ষা প্রতিষ্ঠনের ভেতরে কিভাবে আছে সে বিষয়য়ে বিস্তুারিত জানান অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুজিবুর রহমান। উল্লেখ্য চিলাহাটি মার্চেন্টস সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন  চিলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির ১ শতক নিজেস্ব জমিতে তারা শিক্ষক সমিতির নামে একটি প্রতিষ্ঠান গড়ে প্রথম পর্যায়ে। এর পর তারা সেই প্রতিষ্ঠনের জায়গায় দুইটি পাকা রুম তৈরী করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দেয়। সেই জমির সংলগ্ন ১৭ শতক খাস জামি থাকায় শিক্ষক সমিতির কিছু শিক্ষকের কুদৃষ্টি পড়ে সেই জমিতে তাদের উদ্দেশ্য ছিল খাস জমিটি নিজেদের নিয়ন্ত্রণে এনে সেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলে ব্যবসা চালার।  এই বিষয়টি চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, অভিভাবক সদস্য, শিক্ষকগণের নজরে এলে তারা সেই খাস জমিটি কলেজের ভেতরে থাকায় তারা সরকারের কাছে খাস জমি বন্দোবস্তের জন্য দাবি জানান, শুরু হয় উভয় প্রতিষ্ঠানের মধ্যের দন্দ। অবশেষে জেলা প্রশাসক জাকির হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুজিবুর রহমান, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা এবং স্থানীয় তশিলদার শিক্ষা প্রতিষ্ঠনের সার্বিক খোজ খবর নিয়ে অতি জরুরী ১৭ শতক খাস জমি নিরসনের জন্য চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের কর্তৃপক্ষকে লিজের মাধ্যমে নেওয়ার পরামর্শ প্রদান করেন । এসময় উপস্থিত ছিলেন, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি মুরাদ আলী প্রামাণিক,  অধ্যক্ষ আইয়্যুব আলী, ভোগডাবুড়ী ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের চিলাহাটি মার্চেন্টস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আশরাফ আলী, গার্লস স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য রকিব হোসেন রন, হিলোল, চিলাহাটি প্রেসকাবের সাংবাদিক বৃন্দ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 1034926087376337803

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item